জেরুজালেমের বাসস্ট্যান্ডে জোড়া বিস্ফোরণের ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ১৪ জন। ইসরায়েলি পুলিশ এসব নিশ্চিত করেছে।
নিহত কিশোরের নাম আরিয়েহ শ্তসুপাক। তার নাম আরিয়েহ শ্তসুপাক। ১৬ বছরের আরিয়েহ ইসরায়েলি-কানাডিয়ান ধর্মীয় ছাত্র ছিল।
শহরের উপকণ্ঠে দুটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণগুলো এমন সময়ে ঘটে, যখন মানুষ কাজে যাচ্ছিলেন।
বিবিসির খবরে বলা হয়, জেরুজালেমের প্রধান প্রবেশদ্বারের কাছে গিভাত শৌলে বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে প্রথম বিস্ফোরণটি হয়।
ইসরায়েলি চিকিত্সকরা বলছেন, এতে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নিহত কিশোরও ছিলেন। শায়ার জেডেক মেডিক্যাল সেন্টারে সে মারা যায়।
প্রায় ৩০ মিনিট পর শহরের আরেকটি প্রবেশদ্বার রামোট জংশনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। এতে তিনজন সামান্য আহত হয়।
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী বলেন, ‘এটি এমন একটি হামলা যা আমরা দীর্ঘ সময়ের মধ্যে দেখিনি।’
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণের পেছনে জড়িত বলে জানায়নি। তবে, ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ উভয়ই অপরাধীদের প্রশংসা করেছে।