সিরিয়া থেকে তুরস্কের কারকামিস জেলায় রকেট হামলায় ৩ জন নিহত হয়েছেন। সোমবার এই হামলা চালানো হয়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লুর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানান, পাঁচটি রকেট হামলা চালানো হয়। এর মধ্যে একটি স্কুলে আঘাত হানে। এতে অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার জারাব্লুস শহরকে সংযোগকারী সীমান্ত এলাকায় তুরস্কের কারকামিস জেলায় দুটি ভবন এবং একটি ট্রাকও রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রোববার সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে ৬ পুলিশ ও ২ সেনাসদস্য আহত হয়। ধারণা করা হচ্ছে, সিরিয়ার উত্তরাঞ্চল থেকে এসব হামলা চালাচ্ছে কুর্দি যোদ্ধারা।
এর আগে ইস্তাম্বুলে বোমা হামলার জবাব দিতে রোববার থেকে ইরাক ও সিরিয়ায় কুর্দি ঘাঁটিগুলোয় বিমান হামলা শুরু করে আঙ্কারা। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দাবি, কুর্দি জঙ্গিরা ইস্তাম্বুলে হামলা চালিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় তুরস্কের অভিযানে ৩১ জন নিহত হয়েছেন।