বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬, আহত ৭০০

  •    
  • ২১ নভেম্বর, ২০২২ ১৬:৫৫

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভার সিয়ানজুর শহরের কাছে। এটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় বেশি হতাহত ও ভবন ধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে । আহত হয়েছেন সাত শতাধিক মানুষ। বার্তা সংস্থা এএফপির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভার সিয়ানজুর শহরের কাছে। এটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় বেশি হতাহত ও ভবন ধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম কম্পাস টিভিকে সিয়ানজু শহরের প্রশাসনিক প্রধান হেরম্যান সুহেরমান বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী ৪৬ জন নিহত হয়েছেন। প্রায় সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ভূমিকম্পে গোটা জাভা দ্বীপের পাশাপাশি রাজধানী জাকার্তার বহুতল ভবনও কেঁপে ওঠে।

সুহারম্যান আরও বলেন, ‘নিহতদের স্বজনরা শহরের সায়াং হাসপাতালে জড়ো হয়েছে। গ্রামগুলোতে এখনও অনেকে আটকা থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সুহারিয়ন্তো জানান, সিয়াঞ্জুর এলাকাতেই ১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তর আরও ভূকম্পনের সতর্কতা দিয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের প্রধান দ্বিকোরিতা কর্নাওয়াতি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আপাতত লোকজনকে ভবনের বাইরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ আরও কম্পন হতে পারে।’

এ বিভাগের আরো খবর