ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের আঘাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক মানুষ।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ওয়েস্ট জাভার সিয়ানজুর শহরের কাছে। ভূকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় এত বেশি হতাহত ও ভবন ধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সিয়ানজুর শহরের প্রশাসনিক প্রধান হেরম্যান সুহেরমান স্থানীয় সংবাদমাধ্যম মেট্রো টিভিকে বলেন, ‘শুধু সিয়ানজুর কেন্দ্রীয় হাসপাতালেই ২০ জনের মৃত্যু হয়েছে। এখানে ৩ শ’র বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন। ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে অথবা কংক্রিট ব্লকের আঘাতে তাদের অধিকাংশ গুরুতর আহত হয়েছেন। অনেকের হাত-পা ভেঙে গেছে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।’
ভূমিকম্পে গোটা জাভা দ্বীপ ভয়াবহভাবে কেঁপে ওঠে। রাজধানী জাকার্তার বহুতল ভবনও কেঁপে ওঠে।
দেশটির আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ওই অঞ্চলের বাসিন্দাদের পরবর্তী কম্পনের বিষয়ে সতর্ক করে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে সংস্থাটি।