বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কথা রাখলেন মাস্ক, টুইটারে ফিরলেন ট্রাম্প

  •    
  • ২০ নভেম্বর, ২০২২ ০৯:২৯

টুইটারে ফেরা নিয়ে ডনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৫১.৮ শতাংশ। এতে অংশ নেন প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার আজীবনের জন্য নিষিদ্ধ করেছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। ২০২১ সালের ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানি দেয়ার অভিযোগে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই শাস্তি দেয়া হয়। তবে এর মধ্যে টুইটারের মালিকানা পরিবর্তন হয়। এটিকে কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি দায়িত্ব নেয়ার পর পুনরায় ট্রাম্পকে এই প্ল্যাটফর্মে ফিরিয়ে আনবেন বলে জানিয়েছিলেন। মাস্ক তার কথা রেখেছেন। টুইটারে ফিরেছেন ডনাল্ড ট্রাম্প।

ট্রাম্পকে টুইটারে ফিরিয়ে আনা উচিত কি না প্রশ্ন তুলে শনিবার টুইটারে ভোট চালু করেছিলেন মাস্ক। তিনি ভোট শুরু করেছিলেন তার নিজস্ব টুইটার হ্যান্ডেলে। অংশগ্রহণকারীরা তাতে ‘হ্যাঁ’ অথবা ‘না’তে উত্তর দিতে পারতেন।

ভোট শেষে দেখা যায়, ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৫১.৮ শতাংশ। এতে অংশ নেন প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ।

The people have spoken. Trump will be reinstated.Vox Populi, Vox Dei. https://t.co/jmkhFuyfkv

— Elon Musk (@elonmusk) November 20, 2022

ভোটের ফলাফলের পর টুইটারে মাস্ক বলেন, ‘সাধারণ মানুষ নিজেদের মতামত জানিয়ে দিয়েছেন। ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া হবে।

মাস্কের প্রতিশ্রুতির কিছু পরেই দেখা যায়, টুইটারে ফের সক্রিয় হয়েছে ট্রাম্পের অ্যাকাউন্ট।

গত অক্টোবরে আনুষ্ঠানিকভাবে টুইটারের মালিকানা নেয়ার পরই ইলন মাস্ক জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি, যাদের টুইটার থেকে বিতাড়িত করা হয়েছিল তাদের অ্যাকাউন্ট ফিরিয়ে আনা হবে কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করবেন।

টুইটারে নিষিদ্ধ হওয়ার পর সোশ্যাল ট্রুথ নামের সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেন ট্রাম্প। এর আগে টুইটারের বিরুদ্ধে মামলাও করেন তিনি।

এ বিভাগের আরো খবর