ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে। আহত আছেন ১৬ জন। উত্তরাঞ্চলীয় শহর সুলাইমানিয়ার একটি আবাসিক এলাকায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
সুলাইমানিয়ার সিভিল ডিফেন্স জানায়, বিস্ফোরণে একটি বাড়ি ধসে পড়ে। চাপা পড়াদের উদ্ধারে ১৭ ঘণ্টা অভিযান চলেছে।
কুর্দি অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহরে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়েছিল। পরে দীর্ঘ চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
শহরের সিভিল ডিফেন্সের প্রধান দিয়ার ইব্রাহিম বলেন, ‘ধ্বংসস্তূপের নিচ থেকে মোট ১৫টি মৃতদেহ বের করা হয়েছে। শুক্রবার ভোররাত পর্যন্ত অনুসন্ধান অভিযান অব্যাহত ছিল। ধ্বংসস্তূপের নিচে আর কোনো মরদেহ নেই।’
শহরের জরুরি প্রতিক্রিয়া প্রধান সামান নাদের বলেন, ‘একটি ট্যাঙ্ক থেকে গ্যাস লিক হওয়ায় বিস্ফোরণ ঘটেছে।’
পুলিশ জানায়, আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি বাড়ি এবং অন্তত পাঁচটি গাড়ি ধ্বংস হয়েছে। আবাসিক এলাকার একটি বাড়ির ছাদে রান্নার গ্যাস সিলিন্ডার বসানো হয়েছিল। সেটি থেকে বিস্ফোরণ ঘটে।
ধ্বংসস্তূপের নিচে আর কোনো মরদেহ নেই বলে জানিয়েছেন শহরের সিভিল ডিফেন্সের প্রধান দিয়ার ইব্রাহিমএ ঘটনায় শুক্রবার তিন দিনের শোক ঘোষণা করেছেন সুলাইমানিয়াহ প্রদেশের গভর্নর হাভাল আবুবাকার। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত এক শিশু রয়েছে।
বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি।
ইরাকে অবকাঠামোগত ট্র্যাজেডিগুলো খুব সাধারণ ঘটনা হয়ে উঠেছে। অক্টোবরের শেষের দিকে রাজধানী বাগদাদে একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
এ ছাড়া গত বছরের এপ্রিলে বাগদাদের একটি হাসপাতালের করোনাভাইরাস নিবিড় পরিচর্যা ইউনিটে আগুন লাগলে কমপক্ষে ৮২ জন নিহত হন; আহত হয় শতাধিক মানুষ। অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ওই দুর্ঘটনা ঘটে।