বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইস্তাম্বুলে বিস্ফোরণ: ‘বোমা রাখা ব্যক্তি’ গ্রেপ্তার

  •    
  • ১৪ নভেম্বর, ২০২২ ০৯:৩৮

ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে রোববার ব্যস্ত পথচারী সড়কে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও ৮১ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তারের বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু।

তুরস্কের ইস্তাম্বুলের ইশতিকলাল সড়কে বোমা রাখা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু।

তার বরাত দিয়ে সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর টুইটে বিষয়টি জানানো হয়েছে।

ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে রোববার ব্যস্ত পথচারী সড়কে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও ৮১ জন আহত হয়েছেন, যাকে ‘সন্ত্রাসবাদের মতো মনে হচ্ছে’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই রোববার রাতে বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এক নারীকে এ বোমা বিস্ফোরণের জন্য দায়ী মনে করা হচ্ছে।

বিস্ফোরণের দিন জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তুর্কি জাতির বিরুদ্ধে সন্ত্রাসবাদ ব্যর্থ হবে।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদনে জানানো হয়,

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে অগ্নিশিখা দেখা যায়। এসব ছবি দেখে মনে হয়, অনেক দূর থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

বিভিন্ন ফুটেজে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে রেখেছে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও পুলিশ। পুরো এলাকাটি খালি করা হয়েছে।

এ বিভাগের আরো খবর