মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্তোর ফের জয়ী হওয়ার মধ্য দিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে নিয়ন্ত্রণ নিশ্চিত করল ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি।
১০০ আসনের সিনেটে দলটি ৫০টি নিশ্চিত করেছে। বিরোধী রিপাবলিকান পার্টিও সমসংখ্যক আসন পেয়েছে, তবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের একটি ভোটে এগিয়ে যাবে ডেমোক্র্যাটরা।
বুথ পরবর্তী জরিপকারী সংস্থা এডিসন রিসার্চের বরাত দিয়ে স্থানীয় সময় শনিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নেভাডায় জয়ের মধ্য দিয়ে ২০২৩ সালে সিনেট নিয়ন্ত্রণের গ্যারান্টি পেল ডেমোক্র্যাটরা।
মধ্যবর্তী নির্বাচনে নেভাডার সাবেক অ্যাটর্নি জেনারেল ও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সমর্থিত অ্যাডাম ল্যাক্সাল্টকে হারান কর্টেজ মাস্তো।
এর আগে অ্যারিজোনায় সিনেটর মার্ক ক্যালির জয়ের মধ্য দিয়ে ডেমোক্র্যাটদের সামনে সিনেটে নিয়ন্ত্রণ ধরে রাখার বড় সম্ভাবনা তৈরি হয়। সে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিলেন কর্টেজ।
গুরুত্বপূর্ণ দুই অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখা ডেমোক্র্যাটদের আরও সুবিধাজনক অবস্থান করে দেবে জর্জিয়ায় বিজয়। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে এ অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেটর রাফায়েল ওয়ারনক ও রিপাবলিকান পার্টির হার্শেল ওয়াকারের কেউই সংখ্যাগরিষ্ঠতা পাননি।
জর্জিয়ায় দ্বিতীয় দফায় ভোট হবে আগামী ৬ ডিসেম্বর। সে ভোটে ডেমোক্র্যাটরা জয়ী হলে সিনেটে ৫১টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে প্রেসিডেন্ট জো বাইডেনের দল। তখন রিপাবলিকানদের আসন হবে ৪৯টি।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যটিতে জয় পেলে সিনেটে বিতর্কিত কিছু বিল পাসে বাড়তি সুবিধা পাবে ডেমোক্র্যাটরা।
বর্তমানে ডেমোক্রেটিক পার্টির ওয়েস্ট ভার্জিনিয়া থেকে নির্বাচিত সিনেটর জো মানচিন এবং অ্যারিজোনা থেকে নির্বাচিত কিরস্টেন সিনেমাকে সিনেটের ‘দোদুল্যমান’ ভোটার হিসেবে ধরা হয়।
এ দুই সিনেটর সামাজিক কিছু কর্মসূচির সম্প্রসারণসহ বাইডেনের বড় কয়েকটি উদ্যোগ থমকে দেয়ার পাশাপাশি ব্যাহত করেছেন, তবে ৫১ আসন নেয়া সম্ভব হলে আগামী বছর থেকে মানচিন ও সিনেমার প্রভাব সামান্য খর্ব করতে পারবে ডেমোক্র্যাটরা।
মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতার দ্বারপ্রান্তে রয়েছে ২১১টি আসন পাওয়া রিপাবলিকান পার্টি। ৪৩৫ আসনের এ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ২১৮টি।
সর্বশেষ ফল অনুযায়ী ডেমোক্র্যাটরা নিশ্চিত করেছে ২০৪ আসন। নিম্নকক্ষে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতাসীন দলটির আসন ছিল ২২০টি।