টুইটারে অন্যের নামে চালানো প্যারোডি অ্যাকাউন্ট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির নতুন মালিক ইলন মাস্ক।
রোববার একাধিক টুইট বার্তায় মাস্ক জানান, প্যারোডি অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হচ্ছে যেগুলো নিজেদের পরিচয় পরিবর্তন করেছে। এমন সব অ্যাকাউন্ট চালাতে হলে আগেভাগে স্পষ্ট জানিয়ে দিতে হবে এসব প্যারোডি। অন্য কারো নাম বা ছবি ব্যবহার করে এ ধরনের অ্যাকাউন্ট চালানো যাবে না। প্যারোডি অ্যাকাউন্ট চালাতে হলে ক্যাটাগরি স্পষ্ট উল্লেখ করতে হবে।
টুইট বার্তায় আরও বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে প্যারোডি অ্যাকাউন্ট যদি তৃতীয় কোনো ব্যক্তি পরিচালনা করেন, তবে সেই অ্যাকাউন্টিও বাতিল হয়ে যাবে।
ইলন মাস্কের নামে বেশ কিছু প্যারোডি অ্যাকাউন্ট চালু ছিল, যেগুলো সম্প্রতি বাতিল করা হয়েছে। অ্যান ওলফোর্ড নামের একজন ইলন মাস্কের নামে হিন্দি ও ভোজপুরি ভাষায় অসংখ্য পোস্ট করেছিলেন। এর জেরেই এই ধরনের অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন তিনি।
সচল টুইটার অ্যাকাউন্টের সংখ্যা ২৪ কোটি।
অনেক নাটকীয়তার পর ২৭ অক্টোবর ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেয়ার পর একের পর এক কঠোর নীতিমালা আরোপ করেন নতুন এই মালিক এবং বিশ্বের শীর্ষ ধনী।
গত ২৯ অক্টোবর টুইটার ব্যবহারকারীর অ্যাকাউন্টের পাশে ভেরিফিকেশন চিহ্ন হিসেবে ব্লু টিকের জন্য মাসে ৮ ডলার ফি নির্ধারণের পক্ষে মত দেন ইলন মাস্ক।
টুইটারের নিয়ন্ত্রণ নিয়ে ইলন মাস্ক বলেছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমটিতে স্প্যাম বট অ্যাকাউন্ট দেখতে চান না। মাধ্যমটিকে ঘৃণা ও বিভাজনের কেন্দ্র হওয়া থেকেও রক্ষা করতে চান।
খরচ কমাতে ৩ নভেম্বর টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানান নতুন মালিক ইলন মাস্ক।
এর আগে টুইটারের মালিকানা নেয়ার এক দিনের মধ্যেই পরাগ আগারওয়ালকে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে বরখাস্ত করেন মাস্ক। একই সঙ্গে কোম্পানির আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরিচ্যুতও করেন তিনি। ভেঙে দেন আগের পরিচালনা পর্ষদও। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিতে আগের নিয়মনীতিও মুছে দিতে থাকেন তিনি।