তানজানিয়ায় বুকোবা শহরে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রোববার বুকোবাতে বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে উড়োজাহাজটি ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়, উড়োজাহাজে মোট আরোহী ছিলেন ৪৩ জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
বিমানটি তানজানিয়ার সবচেয়ে বড় শহর দাস এস সালাম থেকে মওয়ানজা হয়ে বুকোবা যাচ্ছিল। উড্ডয়নের পর এটি ভারী বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে।
দুর্ঘটনা কবলিত এটিআর৪২-৫০০ উড়োজাহাজটি তানজানিয়ার সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইন প্রিসিশন এয়ারের।
দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, বিমানটি প্রায় সম্পূর্ণরূপে ডুবে গেছে। পানির ওপরে বিমানটির ডানা ও পেছনের অংশ ভেসে রয়েছে।
উদ্ধারকর্মীরা উড়োজাহাজটিকে পানি থেকে দড়ি দিয়ে টেনে তোলার চেষ্টা করছিলেন।
দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে তানজানিয়ার শীর্ষস্থানীয় আঞ্চলিক কর্মকর্তা আলবার্ট চালামিলা জানিয়েছিলেন, যদি ল্যান্ডিং গিয়ার আটকে থাকে তাহলে আমাদের এটি উদ্ধার করতে আরও উন্নত প্রযুক্তির দরকার হতে পারে।
বুকোবা হ্রদের রানওয়ের পাশেই ভিক্টোরিয়া হ্রদের একটি অংশ রয়েছে। এতেই বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান।