রাশিয়ার কস্ত্রোমা শহরে একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। রুশ বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, ডান্স ফ্লোরে একজন মদ্যপ ব্যক্তি ‘ফ্লেয়ার গান’ চালালে আগুন ছড়িয়ে পড়ে।
রুশ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা যায়, পলিগন নামের ওই একতলা বারটির লজিস্টিক্যাল সেন্টার আগুনে পুড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ভবন থেকে ২৫০ জনকে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় গভর্নর সের্গেই সিটনিকভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রথমে এই দুর্ঘটনায় ১৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে তাস জানায়, পরে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। সাড়ে তিন হাজার বর্গমিটারের বেশি জায়গাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পলিগন বারটিতে রেস্টুরেন্টও ছিল; যেখানে রুশ ঐতিহ্যবাহী খাবার বিক্রি করা হতো।
কস্ত্রোমা শহরটি রাশিয়ার ভলগা নদীর তীরে অবস্থিত। রাজধানী মস্কো থেকে এর দূরত্ব ৩০০ কিলোমিটার। শহরটিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ বাস করেন। এটি রাশিয়ার প্রাচীনতম শহরগুলোর একটি। এটি মধ্যযুগীয় স্থাপত্য ও আশ্রমের জন্য বিখ্যাত।