বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লোকসান কমানোর উপায় না পেয়ে কর্মী ছাঁটাই করছি: ইলন মাস্ক

  •    
  • ৫ নভেম্বর, ২০২২ ১৪:৪২

নানা ঘটনায় বিতর্কের কেন্দ্রে আসিন হওয়া ইলন মাস্ক প্রতিষ্ঠানটির মালিকানা গ্রহণের পর অনেক খ্যাতনামা ব্রান্ডই টুইটারে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দেয়।

জনপ্রিয় সোশ্যাল প্লাটফর্ম টুইটারের মালিকানা গ্রহণের এক সপ্তাহের মধ্যেই প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীসহ ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করে ব্যাপাক সমালোচনার মুখে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

ক্রমবর্ধমান সমালোচনার বিপরীতে লোকসান কমাতে ‘উপায়হীন’ হওয়ার বিষয়টিই বারবার সামনে আনছেন এই ধনকুবের। খবর সিএনএন এর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির লোকশানের কারণ হিসবে সমালোচকদেরই দুষছেন মাস্ক। তার মতে সমালোচকদের চাপেই টুইটারকে অর্থপ্রদান থেকে পিছু হটছেন বিজ্ঞাপনদাতারা।

শনিবার এক টুইটে ইলন মাস্ক জানান, দুর্ভাগ্যজনকভাবে প্রতিদিন ৩৫ লাখ মার্কিন ডলার আয় কমায় টুইটারের কর্মী কমানো ছাড়া আর কোনো উপায় ছিল না।

তবে চাকরিচ্যুদের ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের অগ্রিম বেতন দেয়া হয়েছে বলেও আশ্বস্ত করেছেন টুইটারের নতুন মালিক।

টুইটারের নিরাপত্তা প্রধান ইয়োয়েল রথ এক টুইটে জানিয়েছেন, প্রতিষ্ঠানটি ‘প্রায় ৫০ শতাংশ কর্মী’ কমিয়ে ফেলেছে।

এক ই-মেইলে শুক্রবার টুইটার কর্মীদের জানানো হয়, দুর্ভাগ্যবশত প্রতিষ্ঠানের সাফল্যের অগ্রগতি নিশ্চিত করার জন্য ব্যাপক কর্মী ছাঁটাই প্রয়োজন।

এরপর অনেক কর্মীই প্রাতিষ্ঠানিক ল্যাপটপ ও মেসেজিং অ্যাপ স্ল্যাক থেকে লগ আউট হয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

জনপ্রিয় সোশ্যাল প্লাটফর্ম টুইটারের বর্তমান আয়ের পুরোটাই আসে বিজ্ঞাপন থেকে। নানা ঘটনায় বিতর্কের কেন্দ্রে আসিন হওয়া ইলন মাস্ক প্রতিষ্ঠানটির মালিকানা গ্রহণের পর অনেক খ্যাতনামা ব্রান্ডই টুইটারে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দেয়।

একদিকে সমালোচনা ও অন্যদিকে বাড়তে থাকা চাপের মুখে টুইটারের আয়ের খাতে বৈচিত্র আনার চেষ্টা করছেন ইলন। ইতিমধ্যে প্লাটফর্মটির ভেরিয়াইড প্রফোইলের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি চালুর ঘোষণা দিয়েছেন তিনি। যদিও অনেক ভেরিফাইড প্রোফাইলধারীই টুইটারের নতুন এই নীতির বিরোধিতা করে প্লাটফর্মটি ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এ বিভাগের আরো খবর