বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হেমন্তে কলকাতায় শীতের আমেজ

  •    
  • ৪ নভেম্বর, ২০২২ ২০:২৫

কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করলেও রাতে তাপমাত্রা এক ধাক্কায় ১০ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কলকাতাসহ পশ্চিমবঙ্গে সব জেলায় ভোরের দিকে শীত শীত অনুভূত হচ্ছে, পাতলা চাদর গায়ে দেয়ার প্রয়োজন পড়ছে। হেমন্তকালে শীতের এই আমেজ আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতা শহরের তাপমাত্রা শুক্রবার স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কমে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪১ শতাংশ।

ভোরের দিকে সেভাবে কুয়াশা না পড়লেও, আকাশে মেঘ থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, শীতের আমেজও উধাও যায়।

কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করলেও রাতে তাপমাত্রা এক ধাক্কায় ১০ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজ্যে উত্তরে ইতোমধ্যে শীতল হওয়া ঢুকতে শুরু করেছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ পুরোপুরি পাওয়া যাবে।

রাজ্যের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকাল-সন্ধ্যা শীত অনুভূত হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ উত্তরের জেলাগুলোয় তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হচ্ছে।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

এ বিভাগের আরো খবর