পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর বন্দুক হামলার নিন্দা জানিয়েছেন তার সাবেক স্ত্রীরা। হামলায় বেঁচে যাওয়ায় স্বস্তি জানিয়ে ইমরানের সাবেক স্ত্রী ও দুই সন্তানের জননী জেমিমা গোল্ডস্মিথ বলেছেন, ‘যে খবর আমরা শুনতে ভয় পাই সেটিই ঘটেছে। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি সুস্থ আছেন। হামলাকারীকে যিনি ধরেছেন, সেই সাহাসী ব্যক্তিকে তার (ইমরান) দুই ছেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।’
The news we dread…Thank God he’s okay. And thank you from his sons to the heroic man in the crowd who tackled the gunman. https://t.co/DGoxlJGwxb
— Jemima Goldsmith (@Jemima_Khan) November 3, 2022ইমরান খানের আরেক সাবেক স্ত্রী রেহাম খান টুইটে বলেন, ‘পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং দলের অন্যান্য সদস্যদের ওপর গুলি চালানোর ঘটনা মর্মান্তিক এবং নিন্দনীয়। রাজনীতিবিদদের গণকর্মসূচির নিরাপত্তা অবশ্যই প্রাদেশিক আইন প্রয়োগকারী সংস্থাকে নিশ্চিত করতে হবে।’
৭০ বছর বয়সী সাবেক তারকা ক্রিকেটার ইমরান তিনবার বিয়ে করেছেন। দুজনের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে।
ব্রিটিশ বিলিয়নিয়ার জেমিমা গোল্ডস্মিথকে ১৯৯৫ সালে বিয়ে করেন ইমরান। এই সংসারের স্থায়ীত্ব ছিল ৯ বছর। তাদের দুই সন্তান আছে। ২০১৫ সালের ইমরান বিয়ে করেন পাকিস্তানের টিভি উপস্থাপিকা রেহাম খানকে। এই বিয়ের স্থায়ীত্ব ছিল ১০ মাস। ২০১৮ সালে আধ্যাত্মিক ধর্মগুরু বুশরা মানেকাকে বিয়ে করেন ইমরান।
পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে আগাম নির্বাচনের দাবিতে আয়োজিত ইসলামাবাদ অভিমুখী লং মার্চে বৃহস্পতিবার ইমরান খানের ওপর বন্দুক হামলা হয়। তার পায়ে গুলি লাগলেও, তা অপসারণ করা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।
ওই হামলায় ইমরানের পাশাপাশি আরও অন্তত ১০ জন আহত হন। নিহত হন একজন। হামলার পরপর সমর্থকদের সহায়তায় বন্দুকধারীকে আটক করে ফেলে পুলিশ। স্বীকারোক্তিতে সন্দেহভাজ হামলাকারী জানিয়েছেন, ইমরান দেশে বিভ্রান্ত ছড়াচ্ছিল। তাই স্বপ্রণোদিত হয়ে তিনি একাই ইমরানকে খুন করতে চেয়েছিলেন।
গুলি চালানো ব্যক্তিকে জাপটে ধরে ইমরানের জীবন বাঁচানোয় প্রশংসায় ভাসছেন ইবতেসাম হাসান নামের ওই যুবক। তিনি বলেন, ‘বন্দুক দেখেই আমি হামলাকারীর দিকে দৌড়ে যাই। পুলিশ আসার পরপরই আমি তাকে ধরে ফেলি।’
ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ সালের পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ জেতে। সাবেক অধিনায়কের ওপর হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিকানয়ক বাবর আজম। এক টুইটে বাবর বলেন, ‘ইমরান খানের ওপর এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আল্লাহ অধিনায়ককে নিরাপদ রাখুন। আমাদের প্রিয় পাকিস্তানকে রক্ষা করুন... আমিন।’
বর্তমানে লাহোরের শওকত খানম হাসপাতালে ভর্তি আছেন ইমরান খান।