পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার বিষয়ে আগে থেকেই আভাস পেয়েছিল পুলিশ।
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাই প্রশাসনকে বাড়তি সতর্কতা ও ইমরানের দল পিটিআইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শও দেয়া হয়েছিল বলে শুক্রবার জানিয়েছে ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের ওপর হামলার বিষয়ে গুজরানওয়ালা সিটি পুলিশের পক্ষ থেকে ১ নভেম্বরই সতর্কতা জারি করা হয়েছিল।
সতর্কবার্তায় জানানো হয়, গুজরানওয়ালায় লং মার্চ করে প্রচার চালানোর সময় হামলা হতে পারে ইমরানের ওপর। তাই নিরাপত্তা আরও বাড়ানো দরকার। পাশাপাশি ইমরান যে গাড়িতে চড়ে প্রচার চালাবেন, তাতে বুলেট প্রতিরোধক বর্ম এবং তার সামনে বুলেট প্রতিরোধী কাচ লাগানোর পরামর্শও দেয়া হয়েছিল।
দেশটির গুজরাটের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা আখতার আব্বাস জানান, লাহোর থেকে লং মার্চ শুরু হওয়ার পর থেকেই পুলিশের পক্ষ থেকে ইমরানের পার্টির সদস্যদের বুলেট প্রতিরোধক বর্ম ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছিল। এমনকি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার তদন্তের জন্য জেলা পুলিশ এবং সন্ত্রাস দমন বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি দলও গঠন করা হয়েছিল।
এদিকে হামলার পরপরই সিনেটর এজাজ চৌধুরী টুইট করে জানিয়েছেন, ইমরানের দলনেতা ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হামিদ চট্টাকে আগেই সতর্ক করা হয়েছিল ওয়াজিরাবাদে তাদের দলীয়প্রধানের ওপর হামলার চেষ্টা হতে পারে।
তবে গুজরানওয়ালায় লং মার্চে পুলিশের পরামর্শ অনুযায়ী ইমরানের গাড়িতে বুলেট প্রতিরোধী বর্ম বা গাড়ির সামনে বুলেটরোধী কাচ দেখা যায়নি।
রাজধানী ইসলামাবাদ অভিমুখী লং মার্চে পাঞ্জাবের ওয়াজিরাবাদের আল্লাহু চক এলাকায় বৃহস্পতিবার বিকেলে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনিসহ আহত হয়েছেন ৭ জন। মৃত্যু হয়েছে মুয়াজ্জাম নেওয়াজ নামে একজনের।
হামলার পর দ্রুত ইমরানকে লাহোরের একটি হাসপাতালে নেয়া হয়। পরে একই শহরের শওকত খানুম হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
ইমরানের পায়ে গুলি লাগলেও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলের নেতারা।
এ ঘটনায় সন্দেহভাজক হামলাকারীকে আটক করেছে পুলিশ।