প্রাণঘাতী হামলার পরও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শঙ্কামুক্ত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তার সাবেক ব্রিটিশ বধূ জেমাইমা গোল্ডস্মিথ।
বৃহস্পতিবার পাকিস্তানের এই নেতা গুলিবিদ্ধ হওয়ার পর এক টুইট বার্তায় জেমাইমা বলেন, ভীতিকর এক খবর। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে ইমরান ঠিক আছেন।
নিজ সন্তানদের পক্ষ থেকে জেমাইমা আরও লিখেছেন, যে বীরপুরুষ ভিড়ের মধ্যে বন্দুকধারীকে মোকাবিলা করেছেন ছেলেদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ।
The news we dread…Thank God he’s okay. And thank you from his sons to the heroic man in the crowd who tackled the gunman. https://t.co/DGoxlJGwxb
— Jemima Goldsmith (@Jemima_Khan) November 3, 2022পাঞ্জাবের ওয়াজিরাবাদের আল্লাহু চক এলাকায় বৃহস্পতিবার বিকেলে লং মার্চে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনিসহ আহত হয়েছেন ৭ জন। মৃত্যু হয়েছে মুয়াজ্জিম নেওয়াজ নামে একজন।
হামলার পর দ্রুত ইমরানকে লাহোরের একটি হাসপাতালে নেয়া হয়। পরে একই শহরের শওকত খানুম হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। পায়ে গুলি লাগলেও ইমরান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলের নেতারা।
এদিকে ইমরান খান মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছেন অভিযোগ করে তার ওপর হামলার দায় স্বীকার করেছেন সন্দেহভাজন আটক ব্যক্তি। তিনি বলেছেন, এই হামলায় তিনি একাই জড়িত।
The alleged attacker says he shot #ImranKhan because he couldn’t see him misleading the nation. What even 🖐️🏻 pic.twitter.com/uRym5xljyR
— Wajahat Kazmi (@KazmiWajahat) November 3, 2022‘ইচ্ছা ছিল লাহোর দিয়ে যেদিন ইমরানের লং মার্চ যাবে, সেদিনই হামলা করব। তাকে খুন করার উদ্দেশ্য ছিল আমার।’
১৯৯৫ সালে ইমরান খানের সঙ্গে বিয়ে হয় ব্রিটিশ নারী জেমাইমা গোল্ডস্মিথের। বিয়ের পর লাহোরে এসে সংসার শুরু করেন জেমাইমা। সুলেমান ও কাশিম নামে তাদের দুই ছেলে রয়েছে। ২০০৪ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির।