বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হামলায় যে ৩ জনকে সন্দেহ করছেন ইমরান খান

  • ইয়াসিন আরাফাত    
  • ৩ নভেম্বর, ২০২২ ২১:৪৫

ইমরান খান মনে করেন, তার ওপর হামলার পেছনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং মেজর জেনারেল ফয়সালের হাত থাকতে পারে।

পিটিআইয়ের লং মার্চে হামলার পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআই সদস্য মেজর জেনারেল ফয়সালের হাত থাকতে পারে বলে মনে করছেন ইমরান খান। পিটিআই নেতা আসাদ উমর এক ভিডিও বার্তায় এ দাবি করেছেন।

তিনি বলেছেন, ‘হাসপাতাল থেকে ফোনে তাকে এই সন্দেহভাজনদের নাম জানিয়েছেন ইমরান খান।’

‘কিছুক্ষণ আগে ইমরান খান আমাদের ফোন দিয়েছিলেন। তিনি তার বার্তাটি জাতির সামনে তুলে ধরতে বলেছেন। ইমরান খান মনে করেন, তার ওপর হামলার পেছনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং মেজর জেনারেল ফয়সালের হাত থাকতে পারে।’

Secretary General PTI @Asad_Umar’s exclusive message after assassination attempt on Imran Khan. 1/2 #عمران_خان_ہماری_ریڈ_لائن_ہے pic.twitter.com/a6TXu9hjXS

— PTI (@PTIofficial) November 3, 2022

পাকিস্তানে গোয়েন্দা সংস্থার সঙ্গে ইমরানের সম্পর্ক অনেক দিন থেকেই খারাপ যাচ্ছে। কদিন আগে আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ অঞ্জুম অভিযোগ করে বলেছিলেন, ইমরান খানের কথায় অসাংবিধানিক কাজে রাজি না হওয়ায় তিনি সেনাদের নিয়ে সমালোচনা করছেন।

জবাবে ইমরান বলেন, ‘চাইলে আইএসআইয়ের মুখোশ খুলে দিতে পারতাম। তবে দেশের নিরাপত্তার কথা ভেবে এটা করিনি।’

রাজধানী ইসলামাবাদ অভিমুখী লং মার্চে পাঞ্জাবের ওয়াজিরাবাদের আল্লাহু চক এলাকায় বৃহস্পতিবার বিকেলে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনিসহ আহত হয়েছেন ৭ জন। মৃত্যু হয়েছে মুয়াজ্জিম নেওয়াজ নামে একজনের।

হামলার পর দ্রুত ইমরানকে লাহোরের একটি হাসপাতালে নেয়া হয়। পরে একই শহরের শওকত খানুম হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

ইমরানের পায়ে গুলি লাগলেও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলের নেতারা।

পার্লামেন্টে অনাস্থা ভোটে এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। ক্ষমতায় আসেন পাকিস্তান মুসলিম লীগ-এন প্রধান শাহবাজ শরিফ। এরপর আগাম নির্বাচনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করতে থাকে ইমরানের দল পিটিআই।

ক্ষমতা হারালেও, পাকিস্তানের জনগণের কাছে ইমরানের গ্রহণযোগ্যতা যে এখনও আছে, তার প্রমাণ মেলে গত মাসে হওয়া উপনির্বাচনে। জাতীয় পরিষদের আট আসনের ছয়টিতেই বাজিমাত করে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এর ঠিক পাঁচ দিন পর তথ্য গোপনের অভিযোগে ইমরানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

ক্ষুব্ধ ইমরান ২৫ অক্টোবর রাজধানী ইসলামাবাদমুখী লং মার্চের ঘোষণা দেন। ২৮ অক্টোবর শুরু হওয়া লং মার্চ এতদিন ঠিকঠাকই চলছিল। শুক্রবার ইসলামাবাদ পৌঁছানোর কথা ছিল ইমরানের লং মার্চের।

এ বিভাগের আরো খবর