ইমরান খান মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছেন অভিযোগ করে তার ওপর হামলার দায় স্বীকার করেছেন সন্দেভাজন আটক ব্যক্তি। তিনি বলেছেন, এই হামলায় তিনি একাই জড়িত।
রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চে পাঞ্জাবের ওয়াজিরাবাদের আল্লাহু চক এলাকায় বৃহস্পতিবার বিকেলে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনিসহ আহত হয়েছেন ৭ জন। মৃত্যু হয়েছে মুয়াজ্জিম নেওয়াজ নামে একজনের।
হামলার পর দ্রুত ইমরানকে লাহোরের একটি হাসপাতালে নেয়া হয়। পরে একই শহরের শওকত খানুম হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
ইমরানের পায়ে অন্তত ৩টি গুলি লাগলেও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলের নেতারা।
- আরও পড়ুন: ইমরানের লংমার্চ, ইসলামাবাদে রণসাজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের ওপর গুলির ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজন একজনকে। তিনি ঘটনার দায় স্বীকার করে বলেছেন, ‘ইমরান খান জনগণকে বিভ্রান্ত করেছেন। তাই স্বপ্রণোদিত হয়ে আমি একাই হামলা চালিয়েছি।
‘ইচ্ছা ছিল লাহোর দিয়ে যেদিন ইমরানের লংমার্চ যাবে, সেদিনই হামলা করব। তাকে খুন করার উদ্দেশ্য ছিল আমার।’
The alleged attacker says he shot #ImranKhan because he couldn’t see him misleading the nation. What even 🖐️🏻 pic.twitter.com/uRym5xljyR
— Wajahat Kazmi (@KazmiWajahat) November 3, 2022আগাম নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর ইসলামাবাদমুখী লংমার্চ শুরু করেন পিটিআই প্রধান ইমরান খান। পথে বিভিন্ন জায়গায় সমাবেশ করে সমর্থন জোরদার করছিলেন তিনি। আগামীকাল ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল তার।
দলের প্রধান গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকলেও লংমার্চ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পিটিআই নেতারা।