পায়ে গুলিবিদ্ধ ইমরানকে ভর্তি করা হয়েছে লাহোরের একটি হাসপাতালে। গুলি চলার পরপরই আহত ইমরান মুষ্টিবদ্ধ হাতে সমর্থকদের শক্ত থাকার আহ্বান জানান।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির রাজনীতিবিদরা। দলমত নির্বিশেষে সবাই এই হামলার নিরপেক্ষ তদন্ত চাইছেন।
গুলিবিদ্ধ হয়ে লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ইমরান খান। পায়ে গুলি লাগলেও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলের নেতারা। এই হামলায় প্রাণ হারিয়েছেন দলের এক কর্মী। তার নাম মুয়াজ্জিম নেওয়াজ। এ ছাড়া আহত হয়েছে পিটিআইয়ের আরও ৬ নেতা-কর্মী।
রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চে পাঞ্জাবের ওয়াজিরাবাদের আল্লাহু চক এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ হামলা হয়। ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।