বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই করতে চান ইলন মাস্ক

  •    
  • ৩ নভেম্বর, ২০২২ ১২:৩৯

টুইটারের প্রায় অর্ধেক জনবল ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটায়ে ইলন মাস্কের এ পরিকল্পনার কথা শুক্রবার সবাইকে জানিয়ে দেয়া হবে। প্রতিষ্ঠানটিতে এখন সাড়ে সাত হাজার কর্মী রয়েছেন।

এবার খরচ কমাতে টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির নতুন মালিক ইলন মাস্ক।

এর আগে টুইটারের মালিকানা নেয়ার এক দিনের মধ্যেই পরাগ আগারওয়ালকে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে বরখাস্ত করেন মাস্ক। একই সঙ্গে কোম্পানির আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরিচ্যুতও করেন তিনি। ভেঙে দেন আগের পরিচালনা পর্ষদও। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিতে আগের নিয়মনীতিও মুছে দিতে থাকেন তিনি।

শনিবার টুইটার ব্যবহারকারীর অ্যাকাউন্টের পাশে ভেরিফিকেশন চিহ্ন হিসেবে ব্লু টিকের জন্য মাসে ৮ ডলার ফি নির্ধারণের পক্ষে মত দেন ইলন মাস্ক।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টুইটারের প্রায় অর্ধেক জনবল ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটায়ে ইলন মাস্কের এ পরিকল্পনার কথা শুক্রবার সবাইকে জানিয়ে দেয়া হবে। প্রতিষ্ঠানটিতে এখন সাড়ে সাত হাজার কর্মী রয়েছেন।

অফিসে উপস্থিত না হয়ে অন্য জায়গা থেকে কাজ করতে পারার যে সুবিধা এতদিন কর্মীদের ছিল তা বন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি। মাস্ক বলেন, ছাঁটাইয়ের পর যেসব কর্মী থেকে যাবেন তাদের অবশ্যই নিজ নিজ কার্যালয়ে সশরীরে উপস্থিত থাকতে হবে।

অনেক নাটকীয়তার পর ২৭ অক্টোবর ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেয়ার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্বের শীর্ষ এই ধনী।

মাস্ক টুইটারের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন। তারপর নিজেই হয়েছেন কোম্পানির বোর্ডের একমাত্র পরিচালক। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটিতে যেকোনো জায়গায় বসে কাজ করার বিদ্যমান নীতি বাতিল করতে চান মাস্ক। সে ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া কর্মীদের অফিসে বসেই কাজ করতে হবে।

টুইটারের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন আগে অস্বীকার করেছিলেন মাস্ক।

গত মাসে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছিল, টুইটারের প্রায় ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন মাস্ক।

সচল টুইটার অ্যাকাউন্টের সংখ্যা ২৪ কোটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেন তিনি।

ইলন মাস্ক টুইটার কিনতে চাইছেন, এমন খবর চলতি বছরের এপ্রিল থেকেই নেটিজেনদের মুখে মুখে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে টুইটার কেনার পরিকল্পনা থেকে সাময়িকভাবে সরেও এসেছিলেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠাতা টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এরপর নানা জল্পনা শেষে তার নিয়ন্ত্রণে এলো সামাজিক যোগাযোগমাধ্যমটি।

দায়িত্ব নিয়েই টুইটারের শীর্ষস্থানীয় তিন কর্মকর্তাকে বরখাস্ত করেন ইলন মাস্ক।

এ ধনকুবেরের অভিযোগ, মাইক্রোব্লগিং সাইটটি নিয়ে তার উচ্চাভিলাষী পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবেন, সে বিষয়টি সামান্য খোলাসা করার পাশাপাশি তাকে বিভ্রান্ত করেছেন বরখাস্ত হওয়া কর্মকর্তারা।

টুইটারের নিয়ন্ত্রণ নিয়ে ইলন মাস্ক বলেছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমটিতে স্প্যাম বট দেখতে চান না। মাধ্যমটিকে ঘৃণা ও বিভাজনের কেন্দ্র হওয়া থেকেও রক্ষা করতে চান। যদিও এসব পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন হবে এবং কারা কোম্পানিটি চালাবেন, তার বিস্তারিত কিছু জানাননি তিনি।

এ বিভাগের আরো খবর