বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খাঁচার বাইরে ৫ সিংহ, চিড়িয়াখানায় লকডাউন

  •    
  • ২ নভেম্বর, ২০২২ ১৪:৩৭

তারোঙ্গা চিড়িয়াখানার প্রধান নির্বাহী সিমন ডাফি জানিয়েছেন, খাঁচার কাছে একটি উন্মুক্ত ছোট জায়গায় শাবকসহ সিংহটিকে দেখা যায়। তবে সেই স্থানটির চারপাশে ছয় ফুট উচ্চতার একটি বেষ্টনী রয়েছে।’

অস্ট্রেলিয়ায় একটি চিড়িয়াখানায় খাঁচা থেকে সিংহসহ চারটি শাবক বেরিয়ে এলে সেখানকার কর্মী ও দর্শনার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। সেই সঙ্গে জরুরি ভিত্তিতে গোটা চিড়িয়াখানায় লকডাউন ঘোষণা করা হয়। এতে প্রশ্ন উঠেছে চিড়িয়াখানার নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে।

স্থানীয় সময় বুধবার সকালে সিডনির তারোঙ্গা চিড়িয়াখানায় এই ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৬টায় চার শাবকসহ একটি প্রাপ্তবয়স্ক সিংহকে তাদের নির্ধারিত খাঁচার বাইরে হেঁটে বেড়াতে দেখা যায়। এর পরপরই বিশেষ সতর্কসংকেত ‘কোড-ওয়ান’ জারি করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চিড়িয়াখানার বিশেষ ফোর্সের পাশাপাশি ৭টা ১০ মিনিটে সেখানে পৌঁছান পুলিশ বাহিনীর সদস্যরা।

তবে সকাল ৯টার দিকে শাবকসহ সিংহটি নিজে থেকেই খাঁচার ভেতরে চলে যায়।

তারোঙ্গা চিড়িয়াখানার প্রধান নির্বাহী সিমন ডাফি জানিয়েছেন, খাঁচার কাছে একটি উন্মুক্ত ছোট জায়গায় শাবকসহ সিংহটিকে দেখা যায়। তবে সেই স্থানটির চারপাশে ছয় ফুট উচ্চতার একটি বেষ্টনী রয়েছে।

‘পরিস্থিতি মোকাবিলায় একটি শাবককে ট্র্যাঙ্কুলাইজড (চেতনানাশক দিয়ে অবশ করা) করতে হয়েছে। এর পর সিংহটি অন্য তিনটি শাবক নিয়ে খাঁচার ভেতরে চলে যায়। নিরাপত্তা নিশ্চিতে এই চিড়িয়াখানায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।’

তবে কীভাবে সিংহটি শাবকসহ খাঁচার বাইরে এসেছে সে বিষয়টি এড়িয়ে যান তিনি।

তিনি বলেন, এই চিড়িয়াখানায় বন্যপ্রাণী বেরিয়ে যাওয়ার এমন ঘটনা খুবই বিরল।

এর আগে ১৯৪৬ সালে খাঁচার বাইরে চলে এসেছিল একটি রয়েল বেঙ্গল টাইগার। সেই সময় দর্শনার্থীদের একটি ফাঁকা খাঁচার মধ্যে নিয়ে রাখা হয়। কর্মী ও স্টাফরা চেতনানাশক ব্যবহার করে বাঘটিকে ঘায়েল করেন।

১৯৭২ সালে একটি নারী ওরাংগুটান খাঁচার বাইরে চলে আসে।

তিন বছর আগে সিডনির রয়েল প্রিন্স আলফ্রেড হসপিটাল থেকে গবেষণার সময় কয়েকটি বেবুন খাঁচার বাইরে চলে যায়।

এ বিভাগের আরো খবর