মেক্সিকোর জাকাটেকাস প্রদেশের রাস্তায় একটি কুকুরকে মানুষের কাটা মাথা মুখে নিয়ে দৌড়াতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুরটির ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বেওয়ারিশ কুকুর মানুষের কাটা মাথা মুখে নিয়ে দৌড়াচ্ছে। মনে হচ্ছে, মাথাটি খাওয়ার জন্য নিরাপদ জায়গা খুঁজছে কুকুরটি।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি গত বুধবার মেক্সিকোর উত্তরে অবস্থিত জাকাটেকাস প্রদেশে ঘটেছে।
কাটা মাথাটি মন্টি এসকোবেডো শহরের একটি এটিএম বুথে ফেলে রাখা ছিল। সেখানে লেখা ছিল, ‘এর পরের মাথাটি হবে তোমার’। কুকুরটি সেখান থেকে মাথা নিয়ে চলে যায়। পুলিশ মনে করছে, মাদক চোরাকারবারি গ্রুপ মারকা এই ঘটনার জন্য দায়ী। প্রতিপক্ষকে ভয় দেখাতে তারা কাটা মাথা ফেলে সতর্কবাণী লিখে রেখেছে।
পুলিশ এখনো জানতে পারেনি কাটা মাথাটি কার। এমনকি শরীরের বাকি অংশও তারা উদ্ধার করতে পারেনি।
মেক্সিকোর এই এলাকায় মাদক চোরকারবারিরা নিয়মিত সংঘর্ষে লিপ্ত হয় এবং প্রতিপক্ষকে ভয় দেখাতে মানব শরীরের অংশ ফেলে হুমকিমূলক কথা লিখে যায়।
ওদিকে গত মাসে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুয়েরেরোতে দুই দল মাদককারবারির সংঘর্ষে ১৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন মেয়রও রয়েছেন।