ইউক্রেন ভয়াবহ রুশ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, রাজধানী কিয়েভ, খারকিভসহ কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সোমবার ব্যাপক তাণ্ডব চালিয়েছে পুতিন বাহিনী।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘আরেকটি রুশ মিসাইল গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হেনেছে। যুদ্ধক্ষেত্রে লড়াই করার পরিবর্তে, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করছে রুশ বাহিনী।
‘এসব হামলাকে ‘প্রতিক্রিয়া’ বলে আখ্যায়িত করবেন না। রাশিয়া এমনটা করছে কারণ তাদের হাতে এখনও মিসাইল আছে। একই সঙ্গে তাদের ইউক্রেনীয়দের হত্যা করার ইচ্ছাও আছে।’
- আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে ন্যাটো!
কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো বলেন, ‘হামলায় ইউক্রেনের রাজধানীর একাংশ বিদ্যুৎ ও পানি সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্তত সাড়ে তিন লাখ অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ইউক্রেন সরকারের দাবি, সোমবারের হামলায় মস্কো বাহিনী ড্রোন এবং কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ৪০টি ক্রুজ মিসাইলও হামলার ব্যবহার হয়েছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
কিয়েভের অনেক বাসিন্দা শহরের মেট্রোস্টেশনের ভেতরে লুকিয়ে ছিলেন
ইউরোনিউজের খবরে বলা হয়, কিয়েভের দক্ষিণ-পূর্বে চেরকাসি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোয় হামলা হয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্বে ডিনিপ্রেট্রোভস্ক, জাপোরিঝিয়া এবং পশ্চিম ইউক্রেনের এলভিভসহ অন্যান্য অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, রুশ হামলায় মধ্য ইউক্রেনের কিরোভোহরাদ অঞ্চলের একটি জ্বালানি স্থাপনা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আঞ্চলিক গভর্নর সের্হি বোরজভ বলেন, ‘ভিন্নিতসিয়ায় একটি মিসাইলকে গুলি করে ভূপাতিত করা হলে, সেটি একটি ভবনে আছড়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’
- আরও পড়ুন: পারমাণবিক ধ্বংসযজ্ঞ প্রশ্নে নীরব পুতিন
খারকিভে দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে রুশ মিসাইল। এতে পাতালরেলের কাজ বন্ধ হয়ে গেছে। ইউক্রেনীয় রেলওয়ে জানিয়েছে, রেলওয়ের কিছু অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে।
‘বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া’
মলদোভা সীমান্তে একটি মিসাইল গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী।
মলদোভানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, মলদোভার ওকনিটা জেলার নাস্লাভসিয়া গ্রামের একটি ভবনে মিসাইলটি আছড়ে পড়ে। অঞ্চলটি ইউক্রেনের ভিন্নিতসিয়া এবং চেরনিভতসির মধ্যে অবস্থিত। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চিসিনাউ কর্তৃপক্ষ জানিয়েছে, মিসাইলটির সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল ডেনিস্টার নদীর কাছের একটি বাঁধ।
- আরও পড়ুন: রাশিয়া-ক্রিমিয়া সংযোগকারী সেতুতে আগুন
ক্রিমিয়া উপকূলে দুই দিন আগে ড্রোন হামলার শিকার হয় রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট। এর পরপর হামলা জোরদার করে রুশ বাহিনী।
ইউক্রেন হামলার বিষয়টি অস্বীকার করে জানায়, রাশিয়া তার অস্ত্রের অপব্যবহার করেছে।
সোমবারের হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘রুশ বাহিনী বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।
‘আমরা ধৈর্য্য ধরব। রাশিয়ানদের এই কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে।’
ইউক্রেনের অবকাঠামোতে চলতি মাসে রাশিয়ার এটা দ্বিতীয় হামলা। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত ক্রিমিয়াকে যুক্তকারী কের্চ ব্রিজে ১০ অক্টোবর বিস্ফোরণের পর, ইউক্রেনে ভয়াবহ হামলা শুরু করে রাশিয়া।