ভারতের গুজরাটের মরবি জেলার মাচ্ছু নদীতে রোববার সন্ধ্যায় ব্রিটিশ আমলের এক ঝুলন্ত সেতু ধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু না জানালেও বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অত্যধিক দর্শনার্থীর চাপ নিতে পারেনি উনিশ শতকের এই সেতুটি।
প্রত্যক্ষদর্শী বলছেন, কয়েকজন যুবক সেতুটিকে বিপজ্জনকভাবে ঝাঁকাচ্ছিল। এদিকে মরবি জেলা পৌরসভা বলছে, তাদের না জানিয়েই ও ফিটনেস টেস্টের সার্টিফিকেট ছাড়াই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল সেতুটি।
দিওয়ালি উৎসবের ছুটি উদযাপন করতে যাওয়া গোস্বামীও সপরিবার দুর্ঘটনার দিন ঘটনাস্থলের কাছেই ছিল। এমনকি সেতুতেও উঠেছিল।
তিনি এনডিটিভিকে বলেন, 'সেতুতে প্রচণ্ড ভিড় ছিল। আমার পরিবার ও আমি সেতুতেই ছিলাম, সে সময় কিছু যুবক ইচ্ছাকৃতভাবে এটিকে (ঝুলন্ত সেতু) ঝাঁকাতে শুরু করে। আমার মনে হয়েছিল, এটি বিপজ্জনক হতে পারে, তাই আমি ও আমার পরিবার সেতুর ওপর কিছুটা গিয়েই ফেরত আসি।'
সেখান থেকে সরে যাওয়ার আগে দায়িত্বে থাকা ব্যক্তিদের যুবকদের ঝুলন্ত সেতু ঝাকানোর বিষয়টি জানিয়ে সতর্ক করেন গোস্বামী।
কিন্তু তিনি জানান, ব্রিজের দায়িত্বে থাকা ব্যক্তিরা কেবল টিকিট বিক্রিতে আগ্রহী ছিলেন। তারা গোস্বামীকে বলেন, 'আমাদের এখানে জনসমাবেশ নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই।'
সম্প্রতি ব্রিটিশ আমলের এই সেতুটি সংস্কার ও ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পায় মরবি জেলাভিত্তিক ওরেভা গ্রুপ। সংস্কারের জন্য এই সেতুটি বন্ধ ছিল।
টানা সাত মাস সংস্কারকাজ চলার পর চার দিন আগে সেতুটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়।
মরবি পৌরসভার প্রধান কর্মকর্তা সন্দীপ জালা জানিয়েছেন ওরেভা গ্রুপ পৌরসভাকে না জানিয়ে দর্শনার্থীদের জন্য এটি (ঝুলন্ত) উন্মুক্ত করে দেয় এবং সংস্কারের পর নিরাপত্তা যাচাইও করা হয়নি। স্থানীয় পৌরসভাও কোনো ফিটনেস সার্টিফিকেট ইস্যু করেনি।
এদিকে দুর্ঘটনাস্থলে এখনও অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও ফায়ার সার্ভিস।
সেতু ধসের খবর পেয়ে রোববার রাতভর মাচ্ছু নদীতে উদ্ধার অভিযান চালায় এনডিআরএফের পাঁচটি দল।
ভারত সেনাবাহিনীর মেজর গৌরব রোববার রাতে বলেন, ‘উদ্ধার অভিযান এখনও চলছে। ভারত সেনাবাহিনী রাত ৩টার দিকে এখানে পৌঁছায়।
‘আমরা মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। এনডিআরএফের বিভিন্ন দলও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।’
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানের জন্য দল প্রস্তুতের নির্দেশ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় নদী থেকে কিছু মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আহত ব্যক্তিদের মরবির একটি হাসপাতালে নেয়া হয়।
সেতুধসের খবর পেয়ে উদ্ধার তৎপরতা ও আহত ব্যক্তিদের হাসপাতালে নেয়ার বিষয়টি ব্যক্তিগতভাবে তদারক করতে দ্রুত ঘটনাস্থলে যান গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল।
তিনি দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেকের স্বজনদের জন্য ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দেন। একই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি দেয়া হবে বলে জানান।
উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে থাকতে পারেন মুখ্যমন্ত্রী।
ভুপেন্দ্রর পাশাপাশি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল পিএমএনআরএফ থেকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন সরকারপ্রধান নরেন্দ্র মোদি।
তিনি জানিয়েছেন, মৃত প্রত্যেকের স্বজন পাবেন ২ লাখ রুপি করে। এ ছাড়া আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে।
দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভিও।
তিনি জানান, এ ঘটনায় ফৌজদারি মামলা হয়েছে। রেঞ্জ পুলিশপ্রধানের (আইজিপি) নেতৃত্বে দুর্ঘটনা তদন্ত শুরু হয়েছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানান, আহত অনেককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বাকিদের চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
এদিকে গুজরাট ও রাজস্থানে তিন দিনের সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠেয় তার সোমবারের রোড শো বাতিল করেছেন।
ব্যাপক সংস্কারের পর মাচ্ছু নদীর ওপর স্থাপিত শতবর্ষী ঝুলন্ত সেতুটি ফের চালু হয় পাঁচ দিন আগে।
রোববার ব্যাপক লোকসমাগম হয় সেতুতে। তাদের চাপে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এটি ধসে পড়ে।