লং মার্চ চলাকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী কনটেইনার চাপায় পিষ্ট হয়ে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন।
লাহোরের লিবার্টি চক থেকে রাজধানী ইসলামাবাদমুখী লং মার্চ শুরু হলে রোববার সাধক নামক স্থানে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর পরই লং মার্চ স্থগিত করে টুইট করেন ইমরান খান।
সাদাফ নাইম চ্যানেল ফাইভ নামের একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক ছিলেন।
সাদাফের মৃত্যুর পর টুইটার বার্তায় ইমরান খান লিখেছেন- ‘আমাদের (পিটিআই পার্টি) লং মার্চ চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় চ্যানেল ফাইভের প্রতিবেদক সাদাফ নাইমের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এমন শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। আজকের জন্য দলীয় কর্মসূচি স্থগিতের ঘোষণা দিচ্ছি।’
ঘটনার প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদক ইমরান গাবল ও বিলাল শেখ জানিয়েছেন, ওই প্রতিবেদক নিজের চ্যানেলের জন্য লাইভ দিতে ইমরান খানকে বহনকারী কনটেইনারে ওঠার চেষ্টা করছিলেন। শত শত পিটিআই সমর্থক ওই কনটেইনারের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে রীতিমতো শক্তি প্রয়োগ করছিলেন। তাদের রুখতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছিল। এ সময় ওই কনটেইনারে ওঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান ওই প্রতিবেদক। কনটেইনারের চাকায় পিষ্ট হন তিনি।
একইভাবে ওপরে ওঠার চেষ্টাকালে আরও দুই প্রতিবেদক নিচে পড়ে যান। তবে অল্পের জন্য রক্ষা পান তারা।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে সভা থামিয়ে কনটেইনারের ওপর থেকে নেমে আসেন ইমরান খান।
লাহোরের ইচরা এলাকার বাসিন্দা সাদাফ দুই সন্তানের মা। ২০০৯ সাল থেকে তিনি চ্যানেল ফাইভে কর্মরত ছিলেন।
লাহোরের লিবার্টি চক থেকে লং মার্চের সংবাদ সংগ্রহে নিয়োজিত ছিলেন তিনি।
তার সহকর্মীরা জানিয়েছেন, গত ১২ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন এই প্রতিবেদক।
এমন ঘটনাকে দুর্ঘটনা হিসেবে মেনে নিয়ে সাদাফের স্বামী নাইম ভাট্টি কারও বিরুদ্ধে মামলা করেননি।
পাঞ্চাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ ইলাহী নিহতের পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।
সাদাফের করুণ মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো শোক জানানোর পাশাপাশি লং মার্চের আয়োজকদের দায়িত্বহীনতার সমালোচনা করেছেন।