বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুজরাটে সেতু ধসে মৃত বেড়ে ৬০

  •    
  • ৩০ অক্টোবর, ২০২২ ২২:০২

এনডিটিভির খবরে বলা হয়, সংস্কার শেষে ২৬ অক্টোবর সেতুটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছিল। ধসে পড়ার সময় এতে অন্তত ৫০০ জন ছিলেন। শতাধিক মানুষের এখনও পানির নিচে আটকে থাকার আশঙ্কা রয়েছে।

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে পড়ে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। মরবি এলাকার মাচ্ছু নদীর ওপর রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুজরাট পুলিশের মহাপরিচালক আশিস ভাটিয়া বলেন, ‘উদ্ধার চলছে। বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬০; এই সংখ্যা বাড়তে পারে।’

নিহতদের মধ্যে অনেক পর্যটক থাকতে পারে বলে জানাচ্ছে স্থানীয় কিছু সংবাদমাধ্যম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিহতদের পরিবার এবং আহতদের জন্য সাহায্যের ঘোষণা দিয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়, সংস্কার শেষে ২৬ অক্টোবর সেতুটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছিল। ধসে পড়ার সময় এতে অন্তত ৫০০ জন ছিলেন। শতাধিক মানুষের এখনও পানির নিচে আটকে থাকার আশঙ্কা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এক বিবৃতিতে বলা হয়, জরুরি দলগুলোকে এক হয়ে উদ্ধার অভিযান চালাতে বলেছেন নরেন্দ্র মোদি।

‘পরিস্থিতি ঘনিষ্ঠ এবং অবিচ্ছিন্ন পর্যবেক্ষণ করতে বলেছেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সাহায্য দেয়া হবে।’

এ বিভাগের আরো খবর