বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঋষিকে নিয়ে ভারতের গণমাধ্যমে উচ্ছ্বাস  

  •    
  • ২৫ অক্টোবর, ২০২২ ১৮:৪৬

চলতি বছর তৃতীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ঋষি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত ভারতীরা। এসব ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদীই বেশি। ঋষিকে ভারতীয় দাবি করার পেছনে অবশ্য তাদের আবেগ কাজ করছে।

৪২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক এখন টোরিদের নেতা। তার বাবা-মা পূর্ব আফ্রিকা থেকে ব্রিটেনে চলে আসেন। চলতি বছর তৃতীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ঋষি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত ভারতীরা। এসব ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদীই বেশি। ঋষিকে ভারতীয় দাবি করার পেছনে অবশ্য তাদের আবেগ কাজ করছে

ভারতের অন্যতম প্রভাবশালী ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম- ‘ঋষি সুনাক, একজন “গর্বিত হিন্দু” হলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী’। তাদের প্রতিবেদনে পাঁচবার ‘হিন্দু’ শব্দটি ব্যবহার হয়েছে।

সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন ইন্ডিয়া টুডের শিরোনাম- ‘হিন্দু হয়েও ডাউনিং স্ট্রিটে’।

বিদেশি সংবাদমাধ্যমগুলোর মধ্যে ঔপনিবেশিক রেফারেন্সের ভিত্তিতে দ্য টেলিগ্রাফ বলছে, ‘সুনাক : এক্স-ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনকে চালাতে প্রস্তুত।’

হিন্দি ভাষার দৈনিক ভাস্করের শিরোনাম- ‘জাতিকে আরেকটি দীপাবলি উপহার, শ্বেতাঙ্গদের শাসন করার জন্য ভারতীয় বংশোদ্ভূত ঋষি’।

অনেক ভারতীয়ের দৃষ্টিতে ঋষির নতুন দায়িত্বটি প্রতীকবাদে সমৃদ্ধ : তারা নিশ্চিত যে নতুন প্রধানমন্ত্রী ভারতের জন্য উপকারী হবে।

শিক্ষাবিদ ও লেখক কাঞ্চা ইলাইয়া শেফার্ডের মতো অনেক ভারতীয় সুনাকের এগিয়ে যাওয়াকে ‘ব্রিটিশ ভোটার এবং বহুসাংস্কৃতিক রাজনৈতিক সহনশীলতার নতুন মাত্রা হিসেবে বর্ণনা করেছেন।

নিউইয়র্কভিত্তিক ভারতীয় লেখক সলিল ত্রিপাঠি বলেছেন, ভারতীয়রা সবসময় প্রবাসীদের কর্মজীবনের গতিপথে মুগ্ধ হয়েছেন।

এ বিভাগের আরো খবর