ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সৌদি আরবের প্রধানমন্ত্রী, ক্রাউন প্রিন্স ও কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ভারত সফরে আসছেন। এই সফরে তিনি নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জি-টোয়েন্টি সম্মেলনে যাওয়ার পথে নভেম্বরের মাঝামাঝি সময়ে তিনি ভারত সফরে যাবেন।
সংক্ষিপ্ত সফরে তিনি আগামী ১৪ নভেম্বর ভারতে পৌঁছাবেন এবং সেদিনই তিনি বালির উদ্দেশে ভারত ত্যাগ করবেন।
এই সফরের আমন্ত্রণ জানিয়ে সেপ্টেম্বরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে দিয়েই মোদি চিঠি পাঠিয়েছিলেন।
সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান এই মাসেই ভারত সফরে এসেছেন।
সম্প্রতি ওপেক প্লাসের তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে আমেরিকার সঙ্গে সৌদি আরবের সম্পর্কের টানাপড়েন চলছে। পাকিস্তানের কাছে আমেরিকার এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি নিয়ে ভারতের সঙ্গেও আমেরিকার সম্পর্কে কিছুটা শীতলতা বিরাজ করছে।