ট্রাফিক আইন ভাঙলেও ভারতের গুজরাটের রাস্তায় আপাতত জরিমানা গুনতে হবে না যানবাহন চালকদের।
সনাতনী হিন্দুধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা ও দীপাবলি’ উপলক্ষে স্থানীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এ ঘোষণা দিয়ে বলেন, ‘দীপাবলি উপলক্ষে ২১ থেকে ২৭ অক্টোবর রাজ্যে ট্রাফিক আইন ভাঙলে কোনো ধরনের জরিমানা করা হবে না।’
মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে নেয়া এমন সিদ্ধান্ত অন্যতম জনবান্ধব সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।
এক টুইটবার্তায় প্রতিমন্ত্রী হর্ষ জানান, এই সিদ্ধান্তে কেউ আবার আইন ভাঙবেন না। কেউ যদি আইন ভাঙতে চান, তবে ফুল দিয়ে পুলিশ তাদের আইন মানতে বাধ্য করবে।
গুজরাটের ট্রাফিক নিয়ে এই সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন অনেকে। কেউ বলছেন, এর মাধ্যমে স্বেচ্ছায় আইন মানার প্রবণতা বাড়বে। আবার কেউ বলেছেন, পরিস্থিতি খারাপের দিকে যাবে।
প্রতিমন্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। আরেকজন লিখেছেন, কেউই আসলে আইন মানবে না। মাঝখানে বাড়বে দুর্ঘটনা।