মেট্রো রেলের সুড়ঙ্গে কাজের জেরে কলকাতা বউবাজারের মদন দত্ত লেনে অন্তত ১০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। শতাধিক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছেন। বার বার একই ঘটনা ঘটায় মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।
শুক্রবার ভোরে ইস্ট ওয়েস্ট মেট্রোরেলের সুড়ঙ্গে কাজ চলাকালীন বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়। এসব ভবনসহ আশপাশের বাসিন্দাদের অনেকে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। পুলিশ এলাকা গার্ড রেল দিয়ে ঘিরে রেখেছে।
মেট্রোরেলের কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের বাসা খালি করে দিতে বললে স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে ধরে বিক্ষোভ করতে থাকেন। তাদের অভিযোগ, ফাটলের কথা মেট্রো রেল কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
মেট্রো রেল নির্মাণকারী সংস্থা কেএম সিআরএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দীর্ঘদিন ওই এলাকায় মেট্রোর কাজ বন্ধ ছিল। দুর্গোৎসব শেষ হতেই শুক্রবার সকাল থেকে কাজ শুরু হয়। আর সেই কাজ করতে গিয়ে মাটির নিচ থেকে জল বেরিয়ে আসে। সে কারণেই বাড়িগুলোতে ফাটল দেখা দিয়েছে।’
তিন বছর আগে বউবাজার দুর্গা পিতুরি লেনে বেশ কিছু বাড়িতে এরকম ফাটল দেখা দিয়েছিল। এই নিয়ে তিনবার একই ঘটনা ঘটল। তৃণমূল বিধায়ক ও রাজ্যের সাবেক মন্ত্রী তাপস রায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি তুলেছেন। তিনিও এই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মাঝরাতে বাড়িগুলো হঠাৎ কাঁপতে শুরু করে। একাধিক বাড়িতে মুহূর্তে ফাটল ধরে যায়। ভয়ে আতঙ্কে তারা দ্রুত কিছু জরুরি জিনিস নিয়ে রাস্তায় নেমে আসেন।
শুক্রবার সকাল ৬টা নাগাদ মেট্রোরেল নির্মাণকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের তাদের ঘর ছেড়ে দিতে বলেন। তারা জানান, বাসিন্দাদের জন্য হোটেলের ব্যবস্থা করা আছে। কিন্তু ক্ষতিগ্রস্তরা হোটেল নয়, বাড়িগুলো দ্রুত মেরামতের দাবি তুলেছেন।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর বাসিন্দা ১৪০ জনকে পাঁচটি হোটেলে সরানোর ব্যবস্থা করা হয়েছে।
কেএমসিআরএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেয়া হবে।