বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণ, ২৫ মৃত্যু

  •    
  • ১৫ অক্টোবর, ২০২২ ০৮:২১

তুরস্কে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ২৫ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। আইসিইউতে রয়েছেন ৮ জন। উন্নত চিকিৎসার জন্য ৬ জনকে ইস্তাম্বুলে পাঠানো হয়েছে। আরও অনেকেই খনির নিচে আটকা পড়ে রয়েছেন। প্রায় ১৫০ উদ্ধারকর্মী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তুরস্কের উত্তরাঞ্চলের বার্টিনের কৃষ্ণ সাগর প্রদেশের আমাসরা জেলার এক কয়লাখনিতে শুক্রবার বিস্ফোরণে ২৫ জন শ্রমিক মারা গেছেন।

বার্টিনের গভর্নর অফিসের দেয়া তথ্যানুসারে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু।

গভর্নর অফিস এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের ৩৬ জন খনি শ্রমিককে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। খনি শ্রমিকদের মধ্যে ২৫ জন মারা গেছেন। ৬ জনকে চিকিৎসার জন্য ইস্তাম্বুলে পাঠানো হয়েছে।’

এর আগে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা মৃত্যের সংখ্যা ২২ জানিয়েছিলেন।

টুইট বার্তায় সে সময় তিনি জানিয়েছিলেন, আহতদের মধ্যে ৮ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু দুর্ঘটনাস্থলে রয়েছেন। সেখান থেকে তিনি সাংবাদিকদের বলেছেন, ২৮ জন খনি শ্রমিককে এখন পর্যন্ত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্তত তিনজন খনি শ্রমিক নিবিড় পরিচর্যা ইউনিটে গুরুতর অবস্থায় রয়েছেন।

দেশটির জ্বালানি মন্ত্রী ফাতিহ দনমেজ বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত করা হয়েছে যে, খনিতে থাকা দাহ্য গ্যাসের বিস্ফোরক মিশ্রণ ফায়ারড্যাম্পের কারণে বিস্ফোরণ ঘটেছে।

ধারণা করা হচ্ছে, আরও বেশ কয়েকজন খনি শ্রমিক মাটির নিচে আটকে আছে। ১৫০ জন কর্মী উদ্ধার ও অনুসন্ধান অভিযানে নিয়োজিত আছে।

বার্টিনের গভর্নর নুর্টাক আর্সলান এর আগে বলেছিলেন, ১২ জন খনি শ্রমিককে বের করে আনা হয়েছে এবং কমপক্ষে ৪৯ জন আটকা পড়ে আছেন।

তবে কর্তৃপক্ষ চূড়ান্ত পরিসংখ্যান এখনও প্রকাশ করেনি।

আজ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘটনাস্থল পরিদর্শনে আসবেন। এর জন্য তিনি দেশটির পূর্ব দিয়ারবাকি প্রদেশের একটি পূর্ব নির্ধারিত সফর বাতিল করেছেন।

এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, খনিটিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান দ্রুতগতিতে চলছে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্সি এক টুইট বার্তায় জানিয়েছেন, প্রেসিডেন্ট এরদোয়ান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এ বিভাগের আরো খবর