যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রাজধানী রালেইতে এই বন্দুক হামলায় নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ছিলেন।
সন্দেহভাজন বন্দুকধারী শ্বেতাঙ্গ কিশোরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটির পুলিশ কর্মকর্তারা।
রালেইয়ের মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন বলেন, ‘জনপ্রিয় পর্যটন এলাকা নিউস রিভার গ্রিনওয়ের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল ৫টার পরপরই ওই স্থানে কয়েকজনকে গুলি করা হয়।’
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রালেই শহরের বাসিন্দাদের জন্য এটি একটি বেদনাদায়ক ও বিয়োগান্তক দিন।
মেয়র মেরি-অ্যান বলেন, ‘রালেই পুলিশ ডিপার্টমেন্ট পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ওই পুলিশ কর্মকর্তা তখন দায়িত্বে ছিলেন না। একটি আবাসিক এলাকায় ওই কিশোর বন্দুকধারীকে ঘিরে ফেলে পুলিশ। পুলিশ বিভাগ থেকে এক টুইটে জানানো হয়, সন্দেহভাজন কিশোরকে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় হেফাজতে নেয়া হয়েছে।’
রালেই পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট জসন বুরনো বলেন, ‘আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের ডগ স্কোয়াড ইউনিটের একজন কর্মকর্তা রয়েছেন। এখন তার অবস্থা শঙ্কামুক্ত। তাকে হাসপাতাল থেকে ছাড় দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর।’
হামলার উদ্দেশ সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে, বুরনো জানান শিগগিরই জিজ্ঞাসাবাদে বন্দুক হামলার রহস্য জানতে পারব।
দেশটিতে এমন বন্দুক সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত বন্দুক হামলার ঘটনায় ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
সংবাদ সম্মেলনে মেয়র মেরি-অ্যান বলেন, ‘আমেরিকানদের অবশ্যই এমন বিবেকহীন সহিংসতা বন্ধ করতে হবে। আরও অনেক কিছু করার আছে।’