বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেনকে ১৩০ কোটি ডলার সহায়তার ঘোষণা আইএমএফের

  •    
  • ৮ অক্টোবর, ২০২২ ১৪:১৭

শুক্রবার আইএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, এই সহায়তা ইউক্রেনের আমদানি-রপ্তানি সংক্রান্ত অর্থ পরিশোধসহ জরুরি প্রয়োজন মেটাতে সহায়তা করবে। এটি দেশটির সরকারকে ঋণদাতা ও দাতা সংস্থাগুলোর কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার প্রক্রিয়াকে সহজ করবে।

যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের জন্যে জরুরি সহায়তা হিসেবে ১৩০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

শুক্রবার আইএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, এই সহায়তা ইউক্রেনের আমদানি-রপ্তানি সংক্রান্ত অর্থ পরিশোধসহ জরুরি প্রয়োজন মেটাতে সহায়তা করবে। এটি দেশটির সরকারকে ঋণদাতা ও দাতা সংস্থাগুলোর কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার প্রক্রিয়াকে সহজ করবে।

এক টুইট বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি শুক্রবার এ অর্থ সহায়তার কথা নিশ্চিত করে বলেন, ‘সহায়তার এই অর্থ আজ ইউক্রেনে আসবে।'

জরুরি মুহূর্তে ঋণদানকারী প্রতিষ্ঠান আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা ও নির্বাহী বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।

এদিকে ক্রিস্টালিনা জর্জিভা জানিয়েছেন, এই সহায়তার অর্থ অগ্রাধিকার ভিত্তিতে ব্যয়ের পাশাপাশি দেশটির আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিতে ব্যয় করা হবে।

রাশিয়ার সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত দেশ ইউক্রেনকে গত সপ্তাহে জরুরি সহায়তা হিসেবে ৫৩ কোটি ডলার দেয়ার অনুমোদন দেয় বিশ্বে আর্থিক খাতের মোড়ল সংস্থা বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সহায়তা হিসেবে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ কোটি ডলার ব্যবস্থা করে আন্তর্জাতিক সংস্থাটি। এর মধ্যে ইউক্রেনকে দেয়া হয়েছে ১ হাজার ১০০ কোটি ডলার।

একই সময় ইউক্রেনকে সহায়তার জন্যে নতুন করে ১ হাজার ২৩০ কোটি ডলার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ কংগ্রেস। এর মধ্যে সামরিক অস্ত্র বাবদ ৩৭০ বিলিয়ন ডলার দেয়া হয়েছে।

চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর এখন পর্যন্ত দেশটির সরকারকে ৬ হাজার ৫০০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ বিভাগের আরো খবর