রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী একমাত্র সেতুটিতে আগুন লেগেছে।
স্থানীয় সময় শনিবার ভোররাতে এই আগুনের সূত্রপাত বলে রুশ সরকারের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ক্রিমিয়া সেতু বা কের্চ স্ট্রেইট সেতু নামে পরিচিত ইউরোপের দীর্ঘতম এ সেতুতে একটি সড়ক পথ ও একটি রেলপথ রয়েছে। সড়কপথের অংশে আগুন লেগে তা পরে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকারীরা। বন্ধ করে দেয়া হয় যান চলাচল। ভিডিও ফুটেজে সেতুতে আগুনের দৃশ্য দেখা গেছে।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই ইউক্রেনের পক্ষ থেকে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে এই সেতু উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে সেতুর সুরক্ষায় রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার কের্চ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেতুর তামান পেনিসুয়ালা অংশে একটি ট্রাকে বিস্ফোরণ হলে ক্রিমিয়ার দিকে যাওয়া একটি রেলওয়ে ট্রেনের সাতটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়।
ইউক্রেন বা কোনো দেশের হামলায় এই আগুনের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
আলোচিত ক্রিমিয়া অঞ্চলটি এক সময় ইউক্রেনের অংশ ছিল। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে এ অঞ্চল দখলে নেয় রাশিয়া। ক্রিমিয়ার সেভাস্তাপোলে নৌঘাঁটি কৌশলগত কারণে রাশিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ।