বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উত্তরাখণ্ডে বিয়ের অনুষ্ঠানের বাস খাদে, নিহত ৩২

  •    
  • ৫ অক্টোবর, ২০২২ ০৯:৫২

পঞ্চাশোর্ধ্ব যাত্রী নিয়ে বাসটি রাজ্যের হরিদ্বার জেলার লালধং থেকে পৌরির বীরখাল ব্লকে যাচ্ছিল। পথে পৌরির ধুমকোট থানাধীন সিমদি গ্রামের কাছে এটি দুর্ঘটনার শিকার হয়।

ভারতের উত্তরাখণ্ডের পৌরি জেলায় বিয়ের অনুষ্ঠানের বাস ৫০০ মিটার গভীর খাদে পড়ে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবারের এ ঘটনায় ২০ জনের মতো যাত্রী আহত হয়েছেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চালান স্টেট ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) ও ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যরা। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়।

পঞ্চাশোর্ধ্ব যাত্রী নিয়ে বাসটি রাজ্যের হরিদ্বার জেলার লালধং থেকে পৌরির বীরখাল ব্লকে যাচ্ছিল। পথে পৌরির ধুমকোট থানাধীন সিমদি গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে এটি খাদে পড়ে যায়।

খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে ছুটে যান ধুমকোট থানার কর্মকর্তারা। উত্তরাখণ্ডের ‍মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামিও দ্রুত স্টেট ডিজ্যাস্টার ম্যানেজমেন্ট সেন্টারে পৌঁছান।

বাস দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির খবরে শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি টুইটারে লেখেন, ‘উত্তরাখণ্ডের পৌরি জেলায় বাস দুর্ঘটনাটি হৃদয়বিদারক। এ ঘটনায় স্বজন হারানো মানুষদের প্রতি শোক প্রকাশ করছি।

‘ঈশ্বর যেন তাদের এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দেন। এ দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

এ বিভাগের আরো খবর