বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেনীয় সেনাদের অগ্রযাত্রা চলছেই

  •    
  • ৫ অক্টোবর, ২০২২ ০৯:২৩

ইউক্রেনীয় সেনাদের আক্রমণের তীব্রতায় বিভিন্ন ফ্রন্ট থেকে পিছু হটছে রুশ সেনারা। কিয়েভ বলছে, ইউক্রেনীয় সেনাদের গতি রোধ করার জন্য পিছিয়ে পড়ার আগে ডিপো, ব্রিজ ভেঙে যাচ্ছে তারা। এমন যুদ্ধ পরিস্থিতিতেও হাল ছাড়ছে না ক্রেমলিন। পুতিনের নির্দেশে এরই মধ্যে ২ লাখ রিজার্ভ সেনা জড়ো করা হয়েছে। যাদের খুব শিগগিরই দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জা ও খেরসনে মোতায়েন করা হবে।

ইউক্রেনে বিভিন্ন ফ্রন্টে পিছিয়ে পড়তে শুরু করেছে রাশিয়ার সেনারা। এমনটি দেখা গেছে দেশটিরই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেখানো মানচিত্রে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক ভিডিও ব্রিফিংয়ে কোনো সামরিক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা না হলেও যে মানচিত্র দেখানো হয়েছে, তাতে দেখা গেছে দিনিপার নদীর পশ্চিম তীরের দুদচানি গ্রাম আর রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে নেই।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মানচিত্রে আরও দেখা গেছে রুশ বাহিনী ওসকিল নদীর পশ্চিম তীরের অবস্থানও ছেড়ে চলে গেছে।

এদিকে এই মাসে ইউক্রেনীয় সেনাবাহিনীর আক্রমণের পর লুহানস্ক প্রদেশের সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার পিছু হটেছে রাশিয়ার সেনা।

সবমিলিয়ে ইউক্রেনে রুশ সেনাদের ব্যর্থতার চিত্র ফুটে উঠছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি মঙ্গলবার রাতে এক ভিডিও ভাষণে বলেন, ‘বর্তমান প্রতিরক্ষা অভিযানে ইউক্রেনের সেনাবাহিনী দেশের দক্ষিণে বেশ দ্রুত ও শক্তিশালী পদ্ধতিতে অগ্রসর হচ্ছে। খেরসন, খারকিভ, লুহানস্ক ও দোনেৎস্কের অনেক শহর মুক্ত করা হয়েছে।’

ইউক্রেনের সামরিক বাহিনীও মঙ্গলবারের আগে এক বিবৃতিতে দাবি করেছে যে খেরসনে রুশ বাহিনী ‘নিঃস্ব’ এবং তাদের অবস্থান থেকে তারা পিছিয়ে পড়ছে। পিছিয়ে যাওয়ার আগে গোলাবারুদ, ডিপো ও ব্রিজ ধ্বংস করছে তারা।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আমাদের সেনাদের অগ্রসরের গতি ধীর করার জন্য এসব করা হয়েছে।

ইউক্রেনের অভ্যন্তরীণ উপমন্ত্রী ইয়েভেন এনিন মঙ্গলবার বলেছেন যে ইউক্রেনের বাহিনী খেরসনের ৫০টি শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছে।

বিশেষ করে যেসব অঞ্চলে এখন ইউক্রেনীয় সেনারা অভিযান পরিচালনা করছে, তা গণভোটের আলোকে ও নিজেদের পার্লামেন্টে এই অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

সে ক্ষেত্রে এসব অঞ্চলে ইউক্রেনের সেনাদের সামরিক অভিযান, রাশিয়ার ভূখণ্ডে সেনা অভিযানের সমতুল্য।

এরই মধ্যে এসব অঞ্চলে মোতায়েনের জন্য দুই লাখ রিজার্ভ সেনা জড়ো করেছে রাশিয়া।

ইউক্রেনে চলতি সামরিক অভিযানের শুরুর দিকেই দক্ষিণ কৃষ্ণ সাগর অঞ্চল খেরসন দখল করে রুশ সেনারা।

এ বিভাগের আরো খবর