বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গান্ধীর আদলে অসুর, হিন্দু মহাসভার বিরুদ্ধে এফআইআর

  •    
  • ৩ অক্টোবর, ২০২২ ১৯:৪৪

কলকাতার কসবা থানা পুলিশ রুবি পার্ক হিন্দু মহাসভা পূজা কমিটির বিরুদ্ধে বিভেদ সৃষ্টি ও উস্কানিমূলক আচরণের অভিযোগ এনে রোববার রাতে এফআইআর দায়ের করে। উত্তর কলকাতার টিটাগড় থানায়ও প্রদেশ কংগ্রেসের পক্ষে একটি এফআইআর করা হয়।

মহাত্মা গান্ধীর আদলে দুর্গা প্রতিমার অসুর তৈরি করায় কলকাতার রুবি পার্ক হিন্দু মহাসভা পূজা কমিটির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। অন্যদিকে পুলিশ প্রশাসন জোর করে মূর্তি বদলে দিয়েছে বলে অভিযোগ তুলে পূজা মণ্ডপে অবস্থানে বসেছেন হিন্দু মহাসভার সদস্যরা।

কলকাতার কসবা থানা পুলিশ রুবি পার্ক হিন্দু মহাসভা পূজা কমিটির বিরুদ্ধে বিভেদ সৃষ্টি ও উস্কানিমূলক আচরণের অভিযোগ এনে রোববার রাতে এফআইআর দায়ের করে। উত্তর কলকাতার টিটাগড় থানায়ও প্রদেশ কংগ্রেসের পক্ষে একটি এফআইআর করা হয়।

ওই রাতেই পুলিশ প্রশাসন ও নাগরিক সমাজের চাপে রুবি পার্ক পূজা কমিটির উদ্যোক্তারা গান্ধীরূপী অসুর বদলে ফেলেন। মূর্তিতে নতুন করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়।

এদিকে জবরদস্তি অসুর পরিবর্তনের অভিযোগ তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভা পূজা কমিটির সদস্যরা। অসুর পরিবর্তনের প্রতিবাদে সোমবার মণ্ডপ প্রাঙ্গণে অবস্থান নেন তারা।

হিন্দু মহাসভার উদ্যোক্তাদের অন্যতম চন্দ্রচূড় গোস্বামী বলেন, ‘গ্রেপ্তার হলে হবো। তাই বলে সত্যি কথা বলতে ভয় পাই না।

‘পুলিশ জানিয়েছে, কেন্দ্র থেকে নাকি চাপ দেয়া হচ্ছে। লালবাজারে ফোন এসেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকেও ফোন করে বলা হয়েছে, গান্ধীর ব্যাপারে এসব বিতর্ক করা যাবে না। আমি গ্রেপ্তার পর্যন্ত হতে পারি।’

রোববার মহাত্মা গান্ধীর জন্মদিনে কলকাতার রুবি পার্কের হিন্দু মহাসভার দুর্গা প্রতিমার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, গান্ধীরূপী অসুরকে বধ করছেন দেবী দুর্গা। এ নিয়ে সমালোচনায় মুখর হয়ে ওঠেন রাজনৈতিক দল থেকে সমাজের এক শ্রেণির মানুষ।

অখিল ভারতীয় হিন্দু মহাসভা এবারই প্রথম দুর্গাপূজার আয়োজন করেছে। আর প্রথম বছরেই তারা বিতর্কে জড়িয়ে পড়েছে। মহাত্মা গান্ধীর সঙ্গে দুর্গা প্রতিমার অসুরের মিল নেহায়েতই কাকতালীয় বলে অভিযোগ উড়িয়ে দিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন হিন্দু মহাসভার পূজা উদ্যোক্তারা।

এ বিভাগের আরো খবর