বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অসুরের বদলে গান্ধী বধ, প্রতিমা ঘিরে বিতর্ক

  •    
  • ৩ অক্টোবর, ২০২২ ১৩:৩৬

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত এই দুর্গা প্রতিমার ছবিটি ভাইরাল হয়। দেবী দুর্গার পায়ের নিচে বসে রয়েছেন অসুর রূপি মহাত্মা গান্ধী। আর তাকে ত্রিশূল দিয়ে বধ করছেন দেবী দুর্গা।

দুর্গাপূজার প্রতিমায় মহিষাসুরের জায়গায় বসানো হয়েছে মহাত্মা গান্ধীকে। ত্রিশূল দিয়ে অসুর নয়, তাকে বধ করছেন দেবী দুর্গা।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা রুবি পার্কের প্রতিমার এই ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহল থেকে শুরু করে নাগরিক সমাজে সমালোচনার ঝড় উঠেছে ।

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত এই দুর্গা প্রতিমার ছবিটি ভাইরাল হয়। দেবী দুর্গার পায়ের নিচে বসে রয়েছেন অসুর রূপি মহাত্মা গান্ধী। আর তাকে ত্রিশূল দিয়ে বধ করছেন দেবী দুর্গা।

মহাত্মা গান্ধীকে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা বলে সম্বোধন করেছিলেন । আর নেতাজী সুভাষচন্দ্র বসু তাকে সম্বোধন করেছিলেন জাতির পিতা বলে। গান্ধীর অহিংস আন্দোলনে সাড়া দিয়ে আসমুদ্র হিমাচল ব্রিটিশের বিরুদ্ধে পথে নেমেছিল। সেই গান্ধীকে শুধু বিসর্জন নয়, অসুর বানিয়ে বধ করার ব্যবস্থা করা হয়েছে কলকাতা রুবি পার্কের এই হিন্দু মহাসভার মণ্ডপে।

প্রখ্যাত সংগীত শিল্পী কবীর সুমন এ প্রসঙ্গে তার প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্টে বলেন, ‘মহাত্মা গান্ধীকে অসুর বানিয়ে তামাশা করে যারা, তাদেরই চ্যানেলের লোককে আমি ফোনে গালাগাল দিয়েছিলাম।’

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, ‘বিজেপির আসল মুখ সামনে এসেছে। ওরা আসলে গডসের পূজারী । গান্ধীর হত্যাকারীদের পূজারী। এই ঘটনার তীব্র নিন্দা করছি।’

কুনাল আরও বলেন, ‘গান্ধীজি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অন্যতম প্রতীক । তাকে নিয়ে এমন অবমাননা কোনোভাবে বরদাস্ত করা যায় না । এসব বিজেপির অন্তরাত্মা।’

কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, ‘হিন্দুত্বের ধ্বজাধারীরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছে।’

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেন, ‘এ রকম হয়ে থাকলে খারাপ বিষয়।’

ফেসবুকে একজন লিখেছেন, এত সহিংসতার মাঝে অহিংসা বড্ড বেমানান। তাই উন্নত বিশ্বে যখন অহিংসার বাণী সমাদর পায়, আমরা বিসর্জন দিই। সমগ্র জাতির লজ্জা। ধিক্কার জানাই।

আরেকজন লিখেছেন, হিন্দুত্ববাদীদের হিন্দি, হিন্দু, হিন্দুস্তান এই আওয়াজের কণ্ঠ রোধ করে আসুন, ওদের হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্নকে সমূলে বিনাশ করি।

রুবি পার্কের বিতর্কিত প্রতিমা ঘিরে চারদিকে সমালোচনার ঝড় ওঠায় পূজা উদ্যোক্তারা রাতারাতি গান্ধীর আদল সরিয়ে অসুরের আদল তৈরি করে দেন।

পূজা কমিটির অন্যতম সদস্য চন্দ্রচূড় গোস্বামী বলেন, ‘ওপরের চাপে পড়ে গান্ধীজির চেহারা বদলাতে হলো।’

এ বিভাগের আরো খবর