চলমান বিক্ষোভের মুখে ইন্টারনেট সেবা সীমিত করেছে ইরান সরকার। এমন পরিস্থিতিতে বিক্ষোভ চাঙ্গা রাখতে আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বিলিয়নেয়ার ইলন মাস্ক সেখানে স্টারলিংক সক্রিয় করার বিষয়টি জানিয়েছেন।
ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে শুরু হয় বিক্ষোভ। এই বিক্ষোভ দমনে ইরানের কর্তৃপক্ষ দেশটিতে ইন্টারনেট সেবা সীমিত করে দিয়েছে, ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।
এবার আমেরিকার সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পর বিক্ষোভকারীদের সহযোগিতার জন্য ইরানে স্যাটেলাইট নির্ভর মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা চালু করার বিষয়টি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের এক টুইটের জবাবে এমনটাই জানিয়েছেন মাস্ক।
তবে এ বিষয়ে মাস্কের আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানা যায়নি বা কোন পথে বিক্ষোভকারীদের হাতে রিসিভার এন্টেনা পৌঁছাবে, তাও জানা যায়নি। ইরানিদের হাতে ইন্টারনেট সেবা সরঞ্জাম সরবরাহ করার ক্ষেত্রে কোনো নিয়মতান্ত্রিক জটিলতায় পড়তে হবে না মাস্ককে।
কারণ পরমাণু ইস্যুতে ইরানে আরোপিত নিষেধাজ্ঞার পরও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানি জনগণের জন্য ইন্টারনেট সেবা সম্প্রসারণের নির্দেশিকা জারি করেছে।
স্পেসএক্সের রকেটে মহাকাশে স্টারলিংক স্যাটেলাইট
এর আগে বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লক্স জানিয়েছিল, ১৯ সেপ্টেম্বর থেকে পশ্চিম ইরানের কুর্দিস্তান প্রদেশের কিছু অংশে শুরুতে ইন্টারনেট সেবা প্রায় বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। বিক্ষোভ শুরুর পর তেহরান ও অন্যান্য শহরেও ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে।
তেহরান ও দক্ষিণ ইরানের বাসিন্দারা জানিয়েছেন, তারা হোয়াটসঅ্যাপে টেক্সট পাঠাতে পারলেও কোনো ছবি পাঠাতে পারছেন না। ইনস্টাগ্রাম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
চলমান উত্তাল পরিস্থিতিতে ইরানে ইন্টারনেটের গতিও কমিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। একটি বড় মোবাইল ফোন অপারেটরের নেটওয়ার্ক ব্যাহত হওয়ার কারণে লাখ লাখ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ইন্টারনেট সেবা নিয়ে ইরানি কর্তৃপক্ষের এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। দেশটিতে ইন্টারনেটে হস্তক্ষেপ নতুন ঘটনা নয়। এর আগে ২০১৯ সালে সরকারবিরোধী বিক্ষোভের সময়েও প্রায় সপ্তাহখানেক ইন্টারনেট বন্ধ রাখে কর্তৃপক্ষ।
তবে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট সরবরাহ নতুন কিছু নয়।
এর আগে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংকের হাজার হাজার এন্টেনা পাঠিয়েছে ইউক্রেনে, যাতে রুশ হামলার মধ্যে দেশটির বিপর্যস্ত ইন্টারনেট সেবা সচল থাকে।
ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করলে ইউক্রেনের পক্ষ থেকে ইলন মাস্কের কাছে সহায়তা চাওয়া হয়। ইলন মাস্ক সে আহ্বানে সাড়া দিয়ে স্টারলিংক স্যাটেলাইট ইউক্রেনের জন্য সচল করেন।
স্পেসএক্সের সহপ্রতিষ্ঠান স্টারলিংক পৃথিবীর দ্রুত বিকাশমান বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর একটি, যাদের লক্ষ্য পৃথিবীর লো-অরবিটে থাকা স্যাটেলাইট থেকে বিশ্বব্যাপী লো লেটেন্সির ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করা। স্টারলিংক তার বিনিয়োগকারীদের জানিয়েছে, খুব শিগগিরই প্রতিষ্ঠানটি ১ ট্রিলিয়ন ডলারের বাজার তৈরিতে সক্ষম হবে।