একটি চিতা বাঘ নারকেলগাছে উঠে আবার নেমে যাচ্ছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ।
নেটিজেনদের স্তব্ধ করে দেয়া ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন পারভিন কাসওয়ান নামের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক কর্মকর্তা।
১৮ সেপ্টেম্বর টুইটারে ভিডিওটি শেয়ার করে কাসওয়ান লিখেছেন, ‘এই চিতা বাঘটির তৎপরতা দেখুন। মহারাষ্ট্রের কোনো এক জায়গার ঘটনা, যা হোয়াটসঅ্যাপে এসেছে। এই কারণে চিতা বাঘ ভারতের সর্বত্র পাওয়া যায়।’
পরের টুইটে পারভিন কাসওয়ান লিখেছেন, ‘চিতা বাঘ চটপটে। সব জায়গায় মানিয়ে নিতে পারে। রাজস্থানের শুষ্ক পাহাড় অঞ্চল থেকে উত্তর-পূর্বের সুউচ্চ পাহাড় পর্যন্ত। মুম্বাই, গুরুগ্রামের মতো শহর থেকে শুরু করে হিমালয়ের মানুষ থাকে না এমন এলাকায়, সবখানেই এদের দেখা যায়। এদের খাবারের পরিধিও বিস্তৃত।
‘শক্তিশালী ও চটপটে এই প্রাণী আমার খুব পছন্দের। চা-বাগান ও আখের ক্ষেতে এদের সবচেয়ে বেশি দেখা যায়। চা-বাগান এদের অন্যতম প্রিয় জায়গা। সহজেই খাবার মেলে, ছায়া মেলে, বাসস্থান মেলে । সহজেই বাচ্চা বড় করা যায়।’