বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এজিয়ান সাগরকে শরণার্থীদের কবর বানিয়েছে গ্রিস: এরদোয়ান

  •    
  • ২১ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে বলেন, 'আমরা দেখতে পাচ্ছি যে অভিবাসীদের প্রতি গ্রিসের নিপীড়নমূলক নীতি বেড়েই চলেছে। যখন তুরস্ক আইলান কুর্দির মতো ঘটনা রোধ করতে চাইছে, তখন গ্রিস অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে।'

এজিয়ান সাগরকে শরণার্থীদের কবরস্থানে পরিণত করার দায়ে গ্রিসকে অভিযুক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে মঙ্গলবার ভাষণ দিতে গিয়ে এরদোয়ান এথেন্সের হিংসাত্মক অভিবাসী নীতির সমালোচনা করেছেন।

তিনি দাবি করেছেন, গ্রিক কোস্ট গার্ড অভিবাসী ও উদ্বাস্তুদের সাগরেই পুশব্যাক করছে।

এরদোয়ান বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে অভিবাসীদের প্রতি গ্রিসের নিপীড়নমূলক নীতি বেড়েই চলেছে। যখন তুরস্ক আইলান কুর্দির মতো ঘটনা রোধ করতে চাইছে, তখন গ্রিস অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে।’

তিনি জানান, গত সপ্তাহেও গ্রিসের পুশব্যাকের কারণে ২ শিশু মারা গেছে।

এরদোয়ান দাবি করেন, অভিবাসীদের পুশব্যাক করা ছাড়াও গ্রিসের তুর্কি মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যমূলক, নিপীড়নমূলক নীতি অনুসরণ করছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর মানুষ উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে। সে ক্ষেত্রে তুরস্ক থেকে গ্রিসের যাওয়ার সমুদ্র রুটই ইউরোপে অভিবাসী যাওয়ার প্রধানতম রুট।

তুরস্ক বারবার অভিযোগ করে আসছে, গ্রিসের কোস্ট গার্ড অভিবাসীদের আশ্রয় দেয়ার পরিবর্তে সমুদ্রেই পুশব্যাক করছে, এতে মৃত্যুর ঘটনাও ঘটছে, যা পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন।

এ বিভাগের আরো খবর