বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে ছাত্রের আত্মহত্যার জেরে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

  •    
  • ২১ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩৩

বিক্ষোভরত শিক্ষার্থীদের নিজেদের হোস্টেলে পাঠিয়েছে পুলিশ। এরই মধ্যে আত্মহত্যাকারী শিক্ষার্থীর বাবা-মাকে জানানো হয়েছে, তারা আজ পৌঁছানোর কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, কারণ কর্মকর্তারা আরও বিক্ষোভের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না।

প্রথম বর্ষের এক ছাত্রের আত্মহত্যার জেরে ভারতের পাঞ্জাবের জলন্ধরে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মঙ্গলবার গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা এরই মধ্যে হোস্টেলে ফিরে গেছেন।

পুলিশ সুপার মুখতার রাই জানিয়েছেন, বিক্ষোভরত শিক্ষার্থীদের নিজেদের হোস্টেলে পাঠিয়েছে পুলিশ। এরই মধ্যে আত্মহত্যাকারী শিক্ষার্থীর বাবা-মাকে জানানো হয়েছে, তারা আজ পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, কারণ কর্মকর্তারা আরও বিক্ষোভের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না।

কেরালার বাসিন্দা ২১ বছর বয়সী অগ্নি এস দিলিপ হোস্টেলে তার নিজের কক্ষেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

তিনি বিশ্ববিদ্যালয়টির ব্যাচেলর অফ ডিজাইনিংয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানিয়েছে, হোস্টেল কক্ষ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে ওই শিক্ষার্থীর আত্মহত্যার কারণ ব্যক্তিগত উল্লেখ করা হয়েছে।

ফাগওয়ারা পুলিশ এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্রের ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, যেমনটা সুইসাইড নোটে জানা যায়।’

লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্ত ও সুইসাইড নোটের সব বিষয়বস্তু মৃত ব্যক্তির ব্যক্তিগত সমস্যার দিকে ইঙ্গিত করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও তদন্তের জন্য পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত।

এ বিভাগের আরো খবর