গত ৮ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডে প্রয়াত রানিকে শ্রদ্ধা জানানোর পর যুক্তরাজ্যে এখন রানির কফিন। ১৯ সেটেম্বর শেষকৃত্যের আগে রানিকে শ্রদ্ধা জানাতে কফিনটি রাখা হয়েছে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে। দর্শনার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রানিকে বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন।
সবকিছু ঠিকঠাকই চলছিল। তবে শনিবার নতুন বিপত্তি বাধান ২৮ বছরের এক ব্যক্তি। লাইন ভেঙে কফিনবন্দি রানির কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন মুহাম্মদ খান নামের ওই ব্যক্তি।
মৃত্যু হলেও কফিনের ব্যক্তিটি ব্রিটিশ সাম্রাজ্যের সাবেক রানি। তার সামনে এমন আচরণ তো বরদাশত করা যাবে না। ধরা হলো মুহাম্মদ খানকে। তার বিরুদ্ধে জননিরাপত্তা আইনে মামলা ঠুকে দেয় লন্ডন পুলিশ। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস থেকে সোমবার নেয়া হবে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে। বিচারক সিদ্ধান্ত নেবেন, কী করা যেতে পারে মুহাম্মদের সঙ্গে।
লাইন ভেঙে মুহাম্মদ যখন রানির কফিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখনই বেজে ওঠে সাইরেন। বন্ধ হয়ে যায় সরাসরি সম্প্রচার।
মেট পুলিশের বিবৃতিতে বলা হয়, বার্লিকর্নওয়ের ২৮ বছরের মুহাম্মদ খানের বিরুদ্ধে পাবলিক অর্ডার অ্যাক্টের (৪এ) ধারায় একটি অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে।
মুহাম্মদ খানের মতো আগে একই কাণ্ড ঘটিয়েছেন আরও একজন। ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনে বুধবার লাইন ভেঙে রানির কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন ১৯ বছরের অডিও অ্যাডেসাইন। যৌন নিপীড়নের চারটি অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে। আগামী ১৪ অক্টোবর সাউথওয়ার্ক ক্রাউন আদালতে তাকে তোলা হবে।
প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ সোমবার তার শেষকৃত্যের দিন পর্যন্ত ওয়েস্টমিনস্টার হলে থাকবেন।