সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে পুলিশ জানায়, ৪৭ আরোহী নিয়ে যাওয়ার সময় মহাসড়কে উল্টে যায় বাস। এতে ওই প্রাণহানির ঘটনা ঘটে।
চীনে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে।
স্থানীয় সময় শনিবার দেশটির ওইঝো প্রদেশের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
চলতি বছরে চীনে এত বড় সড়ক দুর্ঘটনা আর ঘটেনি বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে পুলিশ জানায়, ৪৭ আরোহী নিয়ে যাওয়ার সময় মহাসড়কে উল্টে যায় বাস। এতে ওই প্রাণহানির ঘটনা ঘটে।
আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়েছেন কর্মীরা।