পাশের গ্রামের তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, অপহরণের পর হত্যা করে তাদের গাছে ঝুলিয়ে দেয়া হয়েছে।
উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় এক গাছে দুই নাবালিকা বোনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার দুপুরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
১৫ বছরের পুনম ও ১৭ বছরের মনীষা সম্পর্কে বোন। তারা নিম্নবর্ণের।
তাদের মা মায়া দেবী পাশের গ্রামের তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তার দাবি, অপহরণের পর হত্যা করে তাদের গাছে ঝুলিয়ে দেয়া হয়েছে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতে কাজ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
লখিমপুর খেরি জেলার এসপি সঞ্জীব সুমন এবং অতিরিক্ত এসপি অরুণ কুমার সিং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।