বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানের বন্যার্তদের পাশে গুগল

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৩৪

বিশ্বজুড়ে নিজেদের কোটি কোটি ব্যবহারকারীকে ১৫, ২৫ এবং ২৫ ডলার করে সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছে গুগল।

বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে সার্চ ইঞ্জিন গুগল। আমেরিকান প্রতিষ্ঠানটি সোমবার ত্রাণ সংগ্রহে একটি আন্তর্জাতিক তহবিল চালু করেছে। বিশ্বজুড়ে নিজেদের কোটি কোটি ব্যবহারকারীকে ১৫, ২৫ এবং ২৫ ডলার করে সহায়তা করার আহ্বান জানিয়েছে গুগল

আপিলটিতে সেন্টার ফর ডিজাস্টার ফিলানথ্রপি (সিডিপি) এবং হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনের একটি লিঙ্ক অন্তর্ভুক্ত ছিল; যা পাকিস্তানকে অবিলম্বে আর্থিক এবং বস্তুগত সহায়তার প্রয়োজনীয়তাকে সমর্থন করে।

সিডিপির প্রতিবেদনে বলা হয়, “চারটি প্রদেশ এবং প্রায় ১৫ শতাংশ জনগণকে প্রভাবিত করেছে বন্যা।”

এইচআরডব্লিউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, “বন্যা আমাদের দেখিয়েছে যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কতটা প্রয়োজন।”

প্রতিবেদনে আরও বলা হয়, “পাকিস্তান জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এখানের তাপমাত্রা বৈশ্বিক গড় উষ্ণতা থেকে বেশি। পাকিস্তানে ‘সম্ভবত’ আরও ঘন এবং চরম তীব্র জলবায়ু সংক্রান্ত ঘটনা ঘটতে পারে।”

সাহায্যের ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া

বন্যা দুর্গতদের জরুরি সহায়তায় ২০ লাখ ইউরো ঘোষণা করেছে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল।

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ বলেন, ‘বরাদ্দ তহবিলটি জাতিসংঘ এবং পাকিস্তান সরকারের যৌথভাবে তৈরি করা। এই সহায়তা “২০২২ পাকিস্তান বন্যা প্রতিক্রিয়া পরিকল্পনা (এফআরপি)”-এর অধীনে বিতরণ করা হবে।’

এই সহায়তার মধ্যে খাদ্য নিরাপত্তা, জরুরি কৃষি সহায়তা, বাসস্থান, চিকিৎসা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সুরক্ষা, পানি ও স্বাস্থ্যবিধি, নারীর স্বাস্থ্য এবং শিক্ষাগত সহায়তায় ব্যবহার হবে।

সহায়তা বিতরণ করছেন চীনা দূত

পাকিস্তানে চীনা রাষ্ট্রদূত নং রং সোমবার ডেরা বুগতিতে বন্যায় বাস্তুচ্যুত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রী শাহজাইন বুগতি। চীন সরকারের দেয়া ৩ হাজার ত্রাণের ব্যাগ হস্তান্তর করেন তারা।

নং রং বলেন, ‘পাকিস্তানের পরীক্ষিত বন্ধু চীন। দুই দেশ সবসময় একে অপরকে কঠিন সময়ে সাহায্য করেছে।

‘২০০৮ সালে চীনে ভূমিকম্পের সময় পাকিস্তান যে সাহায্য করেছিল, তা চীন সরকার ও জনগণ কখনও ভুলতে পারবে না।’

এ বিভাগের আরো খবর