ছোট্ট কানের তুলনায় সাপটার আকৃতি বেশ বড়ই। সঙ্গে আছে ভয়াবহ ভঙ্গিমাও। তবু কীভাবে যেন এতে ঢুকে পড়েছে প্রাণিটি। বহু সময় ধরে চেষ্টা করেও বের করা যাচ্ছে না। এরপর?
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে এক নারীর কানের মধ্যে ঢুকে পড়া এই সাপ বের করার চেষ্টা করতে দেখা গেছে। তবে সম্ভব হয়েছে কি না তা নিশ্চিত করে জানা যায়নি।
এনডিটিভি বলছে, চন্দন সিং নামের এক ফেসবুক ব্যবহারকারী তার অ্যাকাউন্টে ওই ভিডিও আপ করেছেন। তিনি লিখেছেন, সাপটি কানের ভেতরে ঢুকে গেল। তবে ঘটনার সময় বা স্থান নিয়ে তিনি কোনো তথ্য দেননি।
ভিডিওতে হাতে গ্লাভস পরে যন্ত্র দিয়ে এক স্বাস্থ্যকর্মীকে ওই নারীর কানের ভেতর থেকে সাপ বের করার চেষ্টা করতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত কী হয়েছে তা দেখানো হয়নি এতে।
পোস্ট করার পর ৮০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। অনেকেই নানা মন্তব্য করেছেন। কেউ বলছেন, ঘটনা সত্য। আবার কেউ বলছেন, এর কোনো সত্যতা নেই।
পৃথিবীর সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে বিষাক্ত প্রাণীর মধ্যে একটি হলো সাপ। প্রতি বছর বিষধর সাপের কামড়ে মৃত্যু হয় অনেক মানুষের।