বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে রানির মুকুটের আদলে হবে দুর্গার মুকুট

  •    
  • ১১ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৪

রানির মুকুটের অনুপ্রেরণা থেকে কলকাতা মানিকতলার গৌরী বাড়ি দুর্গা প্রতিমার মুকুটের ডিজাইন করছেন ২৮ বছরের ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা।

সদ্যঃপ্রয়াত যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটের আদলে কলকাতার মানিকতলার গৌরী বাড়ির দুর্গা প্রতিমার মুকুটের নকশা করা হচ্ছে।

রানির মুকুটের আদলে দুর্গার মুকুটের ডিজাইন করছেন পশ্চিমবঙ্গের প্রিয়াঙ্কা মল্লিক।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের ৭০ বছর পূর্তি উপলক্ষে রানি যে পোশাক ও মুকুট ব্যবহার করেছিলেন তার ডিজাইন করেছিলেন প্রিয়াঙ্কা।

ছোটবেলা থেকেই আঁকার প্রতি শখ ছিল প্রিয়াঙ্কার। ভালোবেসে ছবি আঁকতেন। বড় হয়ে স্বপ্ন দেখেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার হবেন। কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনার সামর্থ্য হয়নি তার।

নিম্নবিত্ত পরিবারের মেয়ে প্রিয়াঙ্কা স্বপ্ন দেখা না থামিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে অনলাইনে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিও রয়েছে। এরপর বিভিন্ন অনলাইন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে জয় পান প্রিয়াঙ্কা।

রানি দ্বিতীয় এলিজাবেথকে ছোটবেলা থেকেই প্রিয়াঙ্কার ভালো লাগত। আর সেখান থেকেই স্বপ্ন দেখেন তার তৈরি ডিজাইনে গড়া মুকুট পরবেন রানি দ্বিতীয় এলিজাবেথ। একদিন তার সেই ডিজাইন পাঠিয়ে দেন ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসে। আর রাজপরিবারের তা মনে ধরে। রাজত্বের ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রিয়াঙ্কা মল্লিকের তৈরি ডিজাইনের পোশাক ও মুকুট পরেন রানি।

রানির মুকুটের অনুপ্রেরণা থেকে এবার কলকাতা মানিকতলার গৌরী বাড়ি দুর্গা প্রতিমার মুকুটের ডিজাইন করছেন ২৮ বছরের ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা।

রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষে ইংল্যান্ডের রাজবাড়ী থেকে ২৫ আগস্ট চিঠি দিয়ে প্রিয়াঙ্কাকে তার চিন্তাশীল সৃষ্টির জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি গৌরী বাড়ি, কলকাতা ও ভারতের দুর্গাপূজায় আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

গৌরী বাড়ি দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক মানটা মিশ্র নিউজবাংলাকে বলেন, ‘এবারে কৃষি ও কৃষক এই বিষয়ের ওপর আমাদের থিম কাকতাড়ুয়া। থিমের প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে মানানসই মুকুটের ডিজাইন করবেন রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটের ডিজাইনার প্রিয়াঙ্কা।’

এ বিভাগের আরো খবর