রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য হবে আগামী ১৯ সেপ্টেম্বর। সেদিন যুক্তরাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় রোববার বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
এতে বলা হয়, লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আয়োজন করা হবে।
গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডে নিজের দুর্গ বালমোরালে ৯৬ বছর বয়সে মারা যান ৭০ বছর ধরে রানির সিংহাসনে থাকা দ্বিতীয় এলিজাবেথ । বালমোরাল ক্যাসলের বলরুমে কফিনে রাখা হয়েছে মরদেহ।
বিবিসি জানিয়েছে, এডিনবরা বিমানবন্দর থেকে মঙ্গলবার রয়াল এয়ার ফোর্সের বিমানে রানির কফিন পৌঁছাবে লন্ডনে। পরদিন বাকিংহাম প্যালেস থেকে সেটি নিয়ে যাওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে।
শেষকৃত্যের আগে সেখানে চার দিন সাধারণ মানুষ রানির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন। কফিন রাখা হবে কিছুটা উঁচু এক প্ল্যাটফর্মের ওপর।
বাকিংহাম প্যালেস থেকে সামরিক কুচকাওয়াজের সঙ্গে রানির কফিন নেয়া হবে ওয়েস্টমিনস্টার হলে। এই শোকযাত্রায় অংশ নেবেন রাজপরিবারের সদস্যরা।
ওয়েস্টমিনস্টার হলে রানির কফিন পাহারায় থাকবেন রাজকীয় বাহিনী রয়াল হাউসহোল্ডের ইউনিটের সৈন্যরা।