বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রবল বৃষ্টিতে বেঙ্গালুরুতে তীব্র জলাবদ্ধতা

  •    
  • ৭ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৪৫

বেঙ্গালুরু শহরে ৫ বছর ধরে কাজ করছেন ব্যাংক কর্মকর্তা শোমিয়া বিশ্বাস। নিউজবাংলাকে তিনি জানিয়েছেন, এর আগে এই শহরে এমন বৃষ্টি তিনি দেখেননি। তবে জলাবদ্ধতার জন্য তিনি ড্রেনেজ-ব্যবস্থার ভঙ্গুর দশাকে দায়ী করেছেন।

ভারতের বেঙ্গালুরুতে রোববার থেকে টানা বৃষ্টিতে শহরের অনেক স্থান পানিতে ডুবে গেছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) এর স্থানীয় অফিস বলেছে, শেষবার এমন প্রবল বৃষ্টি হয়েছিল ১৯৯৮ সালের সেপ্টেম্বরে। এরই মধ্যে অনেক স্কুলে সরাসরি ক্লাস বন্ধ হয়ে গেছে।

তবে দুই দিনের প্রবল বর্ষণে প্লাবিত হওয়ার পর বুধবার সকালে বেশ কয়েকটি স্থানে পানির স্তর নেমে গেছে ও জলাবদ্ধতায় সড়কে দীর্ঘ যানজটের পর এখন যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

কিন্তু আরও বৃষ্টির পূর্বাভাসে উদ্বিগ্ন শহরের বাসিন্দারা।

আবহাওয়া বিভাগ শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং মুষলধারে বৃষ্টির সম্ভাবনার বিষয়ও জানিয়েছে।

বেঙ্গালুরু শহরের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা শোমিয়া বিশ্বাস, যিনি ৫ বছর ধরে বেঙ্গালুরুতে আছেন। নিউজবাংলাকে তিনি জানিয়েছেন, এর আগে এ শহরে এমন বৃষ্টি তিনি দেখেননি। তবে জলাবদ্ধতার জন্য তিনি ড্রেনেজ-ব্যবস্থার ভঙ্গুর দশাকে দায়ী করেছেন।

শহরের আইটি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বাসায় থেকে কাজ করতে বলছে এবং স্কুলগুলোও অনলাইন ক্লাস শুরু করেছে।

আপাতত আরও অনেকের মতো ব্যাংক কর্মকর্তা শোমিয়াও বাড়ি থেকেই অফিস করছেন। তবে এতেও বিঘ্ন ঘটাচ্ছে বিদ্যুৎবিভ্রাট।

কর্ণাটকের মন্ত্রী অশ্বথনারায়ণ আজ বিকেলে বেশ কয়েকটি আইটি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন, শহরে রেকর্ড বৃষ্টির কারণে প্রতিষ্ঠানগুলো যেসব সমস্যার মধ্যে পড়ছে, তা নিয়ে আলোচনা করবেন।

বেঙ্গালুরুতে জলাবদ্ধতা কমতে শুরু করেছে

বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব বন্দিতা শর্মা, বেঙ্গালুরু নাগরিক সংস্থার মুখ্য কমিশনার তুষার গিরি নাথ, শহরের পানি কর্তৃপক্ষ ও নগর উন্নয়ন দপ্তরের কর্মকর্তারাসহ পুলিশ কমিশনার।

জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কাজ করছে।

শহরের জলাবদ্ধতার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৩ বছর বয়সী আখিলা নামের এক নারীর মৃত্যু হয়েছে।

স্কুলের প্রশাসনিক বিভাগে কর্মরত আখিলা স্কুটারে করে বাড়ি ফিরছিলেন। এ সময় তার স্কুটার পিছলে পড়ায় তিনি একটি বৈদ্যুতিক খুঁটি ধরে ভারসাম্য রাখতে চেষ্টা করেন। সে সময় বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়।

বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত নগরায়ণ শহরের জলাবদ্ধতার প্রধানতম কারণ। তবে রাজ্য সরকার এখন বেশ তৎপর। শহর থেকে পানি নিষ্কাশনের জন্যে এরই মধ্যে ১ হাজার ৫০০ কোটি রুপি এবং দখল অপসারণের জন্য আরও ৩০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।

তবে এমন পরিস্থিতির জন্য রাজ্যের আগের কংগ্রেস সরকারকে দায়ী করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী।

এ বিভাগের আরো খবর